মস্কো: সাইবেরিয়ান হ্রদ থেকে মিলল হাজার হাজার বছর পুরনো বিশালাকার এক হাতির কঙ্কাল৷ সম্প্রতি এই কঙ্কালটি খুঁজে পান স্থানীয় কিছু পশুপালক৷ ম্যামথের কঙ্কালের বাকি অংশগুলিও সম্ভবত লুকিয়ে রয়েছে লেকের পলিমাটির অন্দরেই৷ জানা গিয়েছে, সাইবেরিয়ান হ্রদ থেকে উদ্ধার হওয়া এই কঙ্কালের কিছু কিছু হাড় এখনও লিগামেন্ট দ্বারা যুক্ত রয়েছে৷
দা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এই হ্রদ থেকে উদ্ধার হওয়া ম্যামথ কঙ্কালটি পরীক্ষা করে দেখছেন রাশিয়ার বিজ্ঞানীরা৷ গত শুক্রবার রাশিয়ার ইয়ামাল-নেনেটস অঞ্চলের পেচেভালাভাতো হ্রদের তীর থেকে স্থানীয় বল্গাহরিণ পালকরা এই কঙ্কালের টুকরোগুলি আবিষ্কার করেন৷ এর মধ্যে রয়েছে ম্যামথের খুলি, বেশ কয়েকটি পাঁজর এবং পায়ের হাড়৷ যেটি কিনা আজও লিগামেন্ট দিয়ে যুক্ত রয়েছে৷
রিসার্চ সেন্টার অফ আর্টিক স্টাডিজ-এর প্রধান দিমিত্রি ফ্রলোভ বলেন, ‘‘এই লেকের তলদেশে পলি মাটির নীচেই হয়তো রয়েছে হাটিতির কঙ্কালের বাকি অংশ৷ গবেষণার জন্য ঠিক কোন স্থান থেকে এটি উদ্ধার হয়েছে তা জানা দরকার৷’’ ইতিমধ্যেই হ্রদের পলি মাটিতে কঙ্কালের বাকি অংশগুলির খোঁজ শুরু করে দিয়েছেন সে দেশের বিজ্ঞানীরা৷ কঙ্কালের বেশ কয়েকটি বড় বড় টুকরোও আবিষ্কার করে ফেলেছেন তাঁরা৷ তবে বাকি অংশগুলি উদ্ধারের জন্য উল্লেখযোগ্য সময় এবং সরঞ্জামের প্রয়োজন হবে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা৷
রাশিয়ার টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সালেখার্ডির শেমোনভস্কি ইনস্টিটিউটের বিজ্ঞানী ইয়েভেনিয়া খোজিইনোভা বলেন, সম্পূর্ণ কঙ্কালটি খুঁজে বার করা গেলে, তা হবে বিরল ঘটনা৷ বিশেষজ্ঞদের ধারনা, সম্ভবত ১০ হাজার বছর আগে উডি ম্যামথগুলি মারা গিয়েছিল৷ যাদের উচ্চতা ছিল ৫.৫ মিটার (১৮ ফুট) এবং ওজন ছিল ১২ টন৷ আজকের হাতিগুলির আকার ও ওজনের তুলনায় যা প্রায় দ্বিগুন বেশি৷
উত্তর সাইবেরিয়ার এই অঞ্চলে জলবায়ুর দ্রুত পরিবর্তনের জেরে সাম্প্রতিক বছরগুলিতে উত্তর সাইবেরিয়ার ভূগর্ভস্থ হিমায়িত অঞ্চল থেকে বেশ কিছু সংরক্ষিত বিশালাকা হাতির কঙ্কাল উদ্ধার হয়েছে৷ সাইবেরিয়ায় উত্তাপ ক্রমশ বাড়ছে৷ আবহাওয়াবিদদের মনে করছেন, এর ফলে ভূগর্ভস্থ চিরহিমায়িত অঞ্চলের বরফ গলতে শুরু করবে৷ যার ফলে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড এবং মিথেন নির্গত হতে পারে৷ গত সপ্তাহের শেষেই ইউএন-এর আবহাওয়া সংস্থা জানিয়েছিল, গত মাসে এই অঞ্চলের তাপমাত্র ছিল স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি বেশি৷