আবার উঠবে লাল-সুনামি! ২৮-এ ব্রিগেড প্রস্তুতি বাম বুদ্ধিজীবীদের

আবার উঠবে লাল-সুনামি! ২৮-এ ব্রিগেড প্রস্তুতি বাম বুদ্ধিজীবীদের

কলকাতা: বহু বছর পর ব্রিগেড সমাবেশ করবে দল। তার জন্য প্রস্তুতি এক্কেবারে তুঙ্গে। মিটিং-মিছিল-সমাবেশ হোক অথবা ভাইরাল ‘টুম্পা’ গানের প্যারোডি, সবেতেই প্রচার চলছে জোরকদমে। এবার বামেদের ব্রিগেড সমাবেশের প্রচারে পথে নেমে সভা করলেন সাংস্কৃতিক জগতের কলাকুশলীরা। মঙ্গলবার দক্ষিণ কলকাতার যাদবপুরে লেনিন মূর্তির পাদদেশে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম মনোভাবাপন্ন টলিউডের বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীরা।

আসন্ন বিধানসভা নির্বাচনে জোট বেঁধেছে বাম ও কংগ্রেস। অন্যদিকে, ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর নয়া দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গেও জোট বাঁধা নিয়ে কথাবার্তা এগিয়েছে অনেক দূর। সব মিলিয়ে বেশ কয়েক বছর পর আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ করবে বামপন্থী দলগুলো। সঙ্গে থাকবে ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানে মৃত কমরেড মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু নিয়ে অনেক প্রশ্নও।

মঙ্গলবার যাদবপুরের সভায় উপস্থিত বামপন্থী হিসেবে পরিচিত অভিনেতা বাদশা মৈত্র জানিয়েছেন, “মইদুল সেইদিন গ্রাম থেকে লুকিয়ে মিছিলে এসেছিল। যারা মুক্ত গণতন্ত্রের কথা বলেন তাদের আমি বলতে চাই, রাজ্যে একটা মিটিং-মিছিল আসতে গেলে যদি লুকিয়ে আসতে হয় তাহলে যারা নিজের কথা স্বাধীনভাবে বলতে চান তাদের কী অবস্থা হয় নিশ্চয়ই বুঝতে পারছেন।” তিনি আরও বলেন, “যারা ভোটের আগে বলেন মানুষের জন্য এটা করছি, মানুষের জন্য ওটা করছি। সেটা না বললে মানুষও খুশি হবে, আমিও খুশি হব।”

এদিন মঞ্চ থেকে অভিনেত্রী মানসী সিনহা বললেন, “বামপন্থা একটা বীজ। আমার মা আজ বেঁচে নেই, কিন্তু এই বীজ তিনি আমার মধ্যে রোপন করে দিয়ে গেছেন। আমিও আমার সন্তানদের মধ্যে এমনভাবে বামপন্থার বীজ বপন করে যাবো যাতে তারা তাদের ছেলেমেয়েদের এই বীজ দিতে পারে। এইভাবেই বংশপরম্পরায় বামপন্থা ছড়িয়ে পড়ুক।” এদিনের বিশিষ্টজনদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক-অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, অভিনেতা রাহুল ব্যানার্জী-সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 10 =