বাংলায় সপ্তম পে কমিশন গঠনের আশ্বাস, কাটমানি মুক্তি বাংলা গড়ার ডাক নাড্ডার

বাংলায় সপ্তম পে কমিশন গঠনের আশ্বাস, কাটমানি মুক্তি বাংলা গড়ার ডাক নাড্ডার

কলকাতা: রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে৷ একুশের নির্বাচনকে পাখির চোখ করে বারবার রাজ্য সফরে আসছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ এদিন ‘লক্ষ্য সোনার বাংলা’ পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে এসে বাংলায় সপ্তম পে কমিশন লাগু করার কথা বললেন হবে৷ নাড্ডা বলেন, বিজেপি ক্ষমতায় এলে, বঞ্চিত সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের লাভ পাবে৷ 

পাশাপাশি বাংলায় নতুন সংস্কৃতি গড়ে তোলার ডাক দেন তিনি৷ নাড্ডা বলেন, বাংলায় এমন সংস্কৃতি গড়ে তোলা হবে যেখানে কোনও কাটমানি থাকবে না৷ দুর্নীতি থাকবে না৷ বিকাশের পথে এগিয়ে চলবে বাংলা৷ সেই সঙ্গে মতুয়া সমাজের মন পেতে রিফিউজি ওয়েলফেয়ার প্রকল্প উদ্বোধন করার কথাও ঘোষণা করেন জেপি নাড্ডা৷ তিনি বলেন, মতুয়া সমাজ ও নমঃশুদ্রের স্বাস্থ্য, শিক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হবে৷ 

বিজেপি’র সর্বভারতীয় সভাপতি বলেন, বাংলা তাঁর সংস্কৃতির জন্য পরিচিত৷ কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও নক্সালবাদ মাথাচাড়া দিয়েছে৷ সেই নক্সালবাদকে শেষ করার জন্য সব রকম চেষ্টা করা হবে৷ বাংলাজুড়ে এখন দুর্নীতির হাওয়া৷ সেই বাংলাকে দুর্নীতিমুক্ত করা হবে৷ বেআইনি ভাবে কয়লা পাচার বন্ধ করা হবে৷

তাঁর কথায়, বাংলায় ক্ষমতায় এলে সিন্ডিকেট রাজ খতম করা হবে৷ বিশ্ব বাজারে স্থানীয় পণ্য পৌঁছে দেওয়া হবে৷ তাঁর অভিযোগ, এতদিন ধরে বাংলার দক্ষতা নষ্ট করার চেষ্টা করা হয়েছে৷ বাংলার হারিয়ে যাওয়া দক্ষতাকে পুনরুদ্ধার করতে হবে৷ বাংলায় উৎপাদিত পণ্য বিশ্ব বাজারে পৌঁছে দিতে হবে৷ 

নাড্ডা বলেন, বাংলার সংস্কৃতির সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে৷ বাংলার সংস্কৃতি সমগ্র দেশে নতুন প্রাণের সঞ্চার করেছে৷ স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্যামাপ্রসাদ মুখ্যপাধ্যায়ের মতো মহান ব্যক্তিত্বরা বাংলায় জন্ম নিয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁরা সমগ্র দেশকে পথ দেখিয়েছিলেন৷ সংস্কৃতিকে নতুন দিশা দিয়েছিলেন৷ সেই সংস্কৃতিকেই ফের স্থাপন করা হবে৷ সোনার বাংলাকে ফিরিয়ে আনতে হবে৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 16 =