‘শুধু শুয়ে থাকুন, দেখবেন দিল্লি থেকে টাকা ঢুকে গিয়েছে’! বালুরঘাটে আশ্বাস রাজনাথের

ভোটমুখী বাংলায় প্রতিশ্রুতির বন্যা ছোটালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

বালুরঘাট: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মসনদ দখলের লড়াইয়ে যে উঠে পড়ে লেগেছে বিজেপি, ভোটের আগে ঘন ঘন কেন্দ্রীয় নেতৃত্বের আগমন থেকে স্পষ্ট হচ্ছে সেই বার্তাই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে জে পি নাড্ডা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যোগী আদিত্যনাথ, সকলের আগমনের সাক্ষী থেকেছে একুশের বাংলা। আজ সেই আবহেই পশ্চিমবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং।

এদিন উত্তরবঙ্গের বালুরঘাট থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর সেখান থেকেই কড়া ভাষায় আক্রমণ শানান রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গত দশ বছরে এ রাজ্যে কী উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বালুরঘাটবাসী জনতার কাছে তা জানতে চান তিনি। শুধু তাই নয়, বিজেপি ক্ষমতায় এলে আগামী ৫ বছরের মধ্যে বাংলার গোটা ছবিটাই বদলে যাবে বলে জানিয়েছেন রাজনাথ সিং।

এদিন উত্তর দিনাজপুরের বালুরঘাটের জনসভা থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “সরকার চালানোর কৌশল একমাত্র ভারতীয় জনতা পার্টিই জানে। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী ৫ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের ছবিটাই বদলে দেবে বিজেপি। আমার কথায় যদি বিশ্বাস না হয় তবে যে সব রাজ্যে আমাদের দল ক্ষমতায় আছে সেখান থেকে ঘুরে আসুন।” গেরুয়া শিবির ক্ষমতায় এলে কেন্দ্রের পাঠানো টাকা দ্রুত রাজ্যবাসীর কাছে পৌঁছে যাওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। তাঁর কথায়, “আপনারা শুধু রাতে শুয়ে থাকবেন, আর সকালে উঠে দেখবেন দিল্লি থেকে পাঠানো টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে।”

এখানেই শেষ নয়, কেন্দ্রীয় সাহায্য মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের কাছে পৌঁছতে দেন না বলেও অভিযোগ করেছেন রাজনাথ সিং। তিনি জানান, পশ্চিমবঙ্গে ৭৬৪ কিলোমিটার হাইওয়ে বানানোর জন্য কেন্দ্র সরকার রাজ্যকে ১২০০ কোটি টাকা দিয়েছে, কিন্তু তার সদ্ব্যবহার করা হয়নি। এযাবৎ বাংলায় ক্ষমতাসীন কংগ্রেস, সিপিএম কিংবা তৃণমূল ঠিক কী বিকাশ ঘটিয়েছেন জানতে চান তিনি। সম্প্রতি ঘোষিত বাজেটে বাংলার জন্য বরাদ্দ অর্থের কথা উল্লেখ করে তিনি জানান, “এখানকার তৃণমূল সরকার এই উদ্যোগকেও ঝুলিয়ে দিক, আমি চাই না। কিন্তু তা হবে না জানি। কারণ এবার বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − six =