বিশ্বে প্রথম, সংবাদ মাধ্যমের স্বার্থে ফেসবুক-গুগল থেকে অর্থ আদায় করবে অস্ট্রেলিয়া

বিশ্বে প্রথম, সংবাদ মাধ্যমের স্বার্থে ফেসবুক-গুগল থেকে অর্থ আদায় করবে অস্ট্রেলিয়া

 

সিডনি:  গণমাধ্যমের স্বার্থ রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ করল অস্ট্রেলিয়া৷ মার্কিন টেক জায়েন্ট ফেসবুক এবং গুগলের কাছ থেকে সাংবাদভিত্তিক কনটেন্টের জন্য অর্থ আদায় করার সিদ্ধান্ত নিল ক্যাঙ্গারুর দেশ৷ শুক্রবার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে৷ দেশের সংবাদ মাধ্যমের স্বার্থ রক্ষায় কি অস্ট্রেলিয়ার দেখানো পথে হাঁটবে ভারত? আশায় এদেশের গণমাধ্যম৷ 

রয়্যালটি-স্টাইল সিস্টেম অনুসারে এবার থেকে অস্ট্রেলিয়ায় সংবাদ মাধ্যমগুলির প্রদত্ত নিউজ কনটেন্টের জন্য অর্থ দিতে হবে ফেসবুক এবং গুগলকে৷ এদিক থেকে দেখতে গেলে অস্ট্রেলিয়াই বিশ্বের প্রথম দেশ, যেখানে নিউজ কনটেন্টের জন্য ব্যয় করতে হবে ফেসবুক ও গুগলকে৷ সংবাদ সংস্থাগুলির স্বার্থ রক্ষায় এই বছরই রয়্যালটি-স্টাইল সিস্টেমকে আইনের রূপ দেবে অস্ট্রেলিয়া৷   

এদিন মেলবোর্নে একটি সাংবাদিক বৈঠকে সে দেশের অর্থমন্ত্রী জস ফ্রাইডেনবার্গ বলেন, ‘‘এটি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ব্যবসার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ৷ এর মাধ্যমে আমরা প্রতিযোগিতা বৃদ্ধি করেছি ও গ্রাহক সুরক্ষা বৃদ্ধি করেছি৷ বর্তমান পরিস্থিতিতে এটি শক্তিশালী গণমাধ্যম ব্যবস্থা তৈরিতে সহায়ক হবে।’’  

মিডিয়া মার্কেটের অবস্থা এবং মার্কিন প্ল্যাটফর্মগুলির শক্তি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পর গত বছরের শেষের দিকে ফেসবুক এবং গুগলকে নিউজ কনটেন্ট ব্যবহারের জন্য গণমাধ্যমগুলির সঙ্গে একটি স্বেচ্ছামূলক চুক্তি করার কথা বলে অস্ট্রেলিয়া সরকার৷ কিন্তু এই বিষয়ে কোনও কথাবার্তা এগোয়নি৷ এখন ক্যানবেরা বলছে, ৪৫ দিনের মধ্যে সংবাদ মাধ্যমগুলির সঙ্গে ফেসবুক ও গুগল এই বিষয়ে কোনও চুক্তিতে না পৌঁছলে, সরকারের পক্ষ থেকে আইনি শর্ত জারি করবে অস্ট্রেলিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া অথরিটি৷

এদিকে অস্ট্রেলিয়া সরকারের এমন পদক্ষেপের বিষয়ে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই আইনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের অবগত করবে। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ফেসবুক৷ ভারতেও যদি এই পদক্ষেপ নেওয়া হয় তাহলে দেশের সংবাদ মাধ্যমগুলিরও স্বার্থসিদ্ধি ঘটবে৷ বাড়বে উপার্জন৷ নিউজ ক্রপ অস্ট্রেলিয়ার এগজিকিউটিভ চেয়ারম্যান মাইকেল মিলার বলেন, ‘‘দুই মার্কিন টেক জায়েন্টের অনৈতিক এবং ক্ষতিকারক আচরণ নিয়ে যখন সারা বিশ্ব আলোচনা করছে, তখন সবার আগে প্রথম পদক্ষেপটি নিল অস্ট্রেলিয়া সরকার৷’’   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − ten =