নিজস্ব প্রতিনিধি: ফের রাজনৈতিক ময়দানে দাম্পত্য কলহ। বিজেপি সাংসদ তথা যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-এর সঙ্গে তার স্ত্রী তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল খাঁয়ের সাংসারিক তরজা বেড়েই চলেছে। কয়লাকাণ্ডে সিবিআই জেরা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সৌমিত্রর আক্রমণ নিয়ে পাল্টা দিলেন তার স্ত্রী। আর তাতেই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি।
দু’দিন ধরেই কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের মনি করেছে সিবিআই। দফায় দফায় কখনও অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আবার কখনও তার শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা। এই নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বুধবার মহম্মদপুরের সভা থেকে সৌমিত্র খাঁ বলেন, “যে টাকার জন্য নিজের বউকে নিলামে তুলে দেয় তার আবার মানহানি! যার মানই নেই, তার আবার হানি হয় নাকি?”
বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্রর এই কথার পাল্টা জবাব দিয়েছেন তারই স্ত্রী তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল খাঁ। স্বামীর বক্তব্যকে জোর আক্রমণ করে তার দাবি, “নিজের বউকে যে সম্মান দিতে জানে না, যে দাম্পত্য সম্পর্ক ঠিক রাখতে জানে না, তার মুখে এসব কথা মানায় না। এইধরনের মন্তব্য আসলে চালুনি হয়ে ছুঁচকে দোষারোপ করার মত। যে সৌমিত্রর জন্য নয় বছর ধরে এত লড়াই করেছি, শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়া নিয়ে সে প্রকাশ্যে আমায় বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠাবে বলেছে। তার মুখে এসব কথা মানায় না।” এদিকে, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ‘রক্তচোষা গোপাল ভার’ বলে কটাক্ষ করায় সৌমিত্র খাঁর উপর প্রবল চটেছেন ‘কেষ্টাদা’। জানিয়েছেন, “খুব নোংরা ভাষায় কথা বলেছেন উনি।” উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেই স্ত্রী সুজাতাকে প্রকাশ্য সাংবাদিক বৈঠক থেকেই বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।