জাতপাত, লুঠপাটের সরকার নয়! ‘পরিবর্তনের’ ডাক সীতারাম ইয়েচুরির

জাতপাত, লুঠপাটের সরকার নয়! ‘পরিবর্তনের’ ডাক সীতারাম ইয়েচুরির

কলকাতা: আজকের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে যোগ দিয়ে ফের একবার পরিবর্তনের বার্তা দিলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। ‌ তিনি স্পষ্ট করলেন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এক মুদ্রার এপিঠ-ওপিঠ। লুঠপাট চলছে বাংলায়, জাতপাতের হিংসা হচ্ছে। ‌বাংলায় জনহিতের সরকার চাই বলে এদিন পরিবর্তনের ডাক দিলেন তিনি।

এদিন ইয়েচুরি বলেন, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি শিবিরকে তাড়াতে হবে। দেশে এবং রাজ্যে জাতপাত এবং লুটপাটের রাজনীতি চলছে তার জন্য চাই পরিবর্তন। বাংলায় জনহিতের সরকার চাই বলে এদিন পরিবর্তনের ডাক দেন সীতারাম ইয়েচুরি। একইসঙ্গে মন্তব্য করেন, তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টি একই মুদ্রার দুই দিক। যদি ত্রিশঙ্কু হয়ে যায় তাহলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে এক হতে দেখলেও আশ্চর্য হবেন না বলে এদিন জানিয়েছেন সীতারাম। অন্যদিকে, সিপিএমের অন্য এক নেতা ডি রাজা উল্লেখ করেছেন, দেশ বাঁচানোর জন্য এবং তৃণমূল-বিজেপিকে হটানোর জন্য আজ‌ এই এত বড় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সংবিধানকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, এই অভিযোগ তুলে তিনি সবার কাছে বার্তা দিয়েছেন, বিজেপিকে হারাতে হবে।

এদিকে লাল ব্রিগেডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ ঐশী বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগামী দিনে বাংলার যুবসমাজ ভাঙ্গা পাঁজর দিয়ে বাংলাকে রক্ষা করবে। ছাত্র যুবরা মাথা নত করে বাঁচতে চাইছে না, তাই মাথা উঁচু করে বাঁচার জন্য জোটকে সমর্থন করার বার্তা দিয়েছেন তিনি। ‌এর পাশাপাশি ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করেন ঐশী। ওদিকে সূর্যের কটাক্ষ, দলের এমন সমাধান মমতা করেছেন যে পুরো দলটাই বিজেপি হয়ে গেছে! অধীর বলেন, বাংলায় একটা প্রবাদ আছে, সকাল দেখলে বোঝা যায় বাকি দিন কেমন যাবে। সেই প্রেক্ষিতেই আজ স্পষ্ট, এই সবাই দেখলে বোঝা যাচ্ছে আগামী দিনে তৃণমূল এবং বিজেপির মত অপশক্তি পরাজিত হবে। এই প্রেক্ষিতে অধীরের স্লোগান, এখনো সরকার বদলানো বাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eleven =