মহাকাশ থেকে সফল ভাবে পৃথিবীতে ফিরলেন NASA-র ২ নভশ্চর, ভিডিয়ো

মহাকাশ থেকে সফল ভাবে পৃথিবীতে ফিরলেন NASA-র ২ নভশ্চর, ভিডিয়ো

 

ওয়াশিংটন:  মহাকাশ মিশন শেষ করে সফল ভাবে পৃথিবীতে ফিরে এলেন আমেরিকার ‘স্পেস এক্স’ মিশনের দুই নভশ্চর রবার্ট বেনকেন ও ডগ হার্লে। পৃথিবীর কক্ষপথ থেকে সোজা পৃথিবী পৃষ্ঠে নামলেন এই দুই নভশ্চর।  সেই সঙ্গে মহাকাশ গবেষণার ইতিহাসে লেখা হল এক নতুন অধ্যায়৷ 

আরও পড়ুন –  এবার ব্রিটিশ মুদ্রায় স্থান পাবেন গান্ধীজি, কৃষ্ণাঙ্গদের অবদানকে সম্মান

 

স্পেস এক্স এবং নাসা যৌথভাবে এই অভিযানটি চালিয়েছে৷ সেই সঙ্গে আরও একবার আমেরিকা দেখিয়ে দিল, তারা সফল ভাবে মহাকাশে নভশ্চর পাঠাতে ও ফিরিয়ে আনতে সক্ষম৷ স্থানীয় সময় রবিবার দুপুর ২টো ৪৮ মিনিটে ফ্লোরিডার গাল্ফ অব মেক্সিকোর পেনসাকোলা উপকূলে সমুদ্রের উপর সেফ ল্যান্ডিং করেন দুই নভশ্চর রবার্ট বেনকেন ও ডগ হার্লে। ভারতে তখন মধ্য রাত৷ দুই নভশ্চরের ফিরে আসা ঘিরে তখন টানটান উত্তেজনা মার্কিন মুলুকে৷  

এ জাতীয় অবতরণকে জ্যোতির্বিদ্যার ভাষায় স্প্ল্যাশ ডাউন বলা হয়। ৪৫ বছরের মধ্যে এই প্রথম আমেরিকান নভোশ্চররা নিরাপদে অবতরণ করলেন৷ এর আগে ১৯৭৫ সালে মার্কিন-সোভিয়েত ইউনিয়নের অ্যাপোলো-সুয়েজ যৌথ মিশনের পর স্পেস-এক্স ডেমো-২ টেস্ট ফ্লাইট মিশনে মহাকাশ ঘুরে পৃথিবীতে নিরাপদে ফিরলেন নভশ্চররা। পৃথিবীর কক্ষপথ থেকে পৃথিবী পৃষ্ঠে এই অবতরণ সহজ ছিল না৷ রকেট একটার পর একটা খোলস ছাড়ার পর তার মধ্যে থেকে বেরিয়ে এসেছে ক্যাপসুল৷ সেই ক্যাপসুল থেকে প্যারাসুটে চেপে সোজা সমুদ্রের বুকে ঝাঁপ দিয়েছেন এই দুই নভশ্চর। প্রায় ৬২ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়ে পৃথিবীতে  ফেরেন তাঁরা৷ 

আরও পড়ুন-  ভারতের পথে হেঁটে এবার আমেরিকায় নিষিদ্ধ হতে চলেছে টিকটক

গত ৩০ মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের ৩৯-এ লঞ্চ প্যাড থেকে স্পেস-এক্সের ডেমো-২ টেস্ট ফ্লাইট মহাকাশে উড়ে গিয়েছিল৷ ফ্যালকন ৯ রকেটের ক্রু ড্রাগন ক্যাপসুলে ছিলেন রবার্ট বেনকেন ও ডগলাস হার্লে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে শূন্য মাধ্যাকর্ষণ নিয়ে তাঁরা কাজ করেছেন৷ ১০০ ঘণ্টা স্পেস স্টেশনের ল্যাবরেটরিতে কাজ করেছেন তাঁরা। মহাকাশ থেকে মাঝেমধ্যেই পৃথিবী পৃষ্ঠের নানা ছবি তুলেও পাঠিয়েছেন৷ 

 

১৯৮১ সাল থেকে পৃথিবীর কক্ষপথে অবস্থিত আন্তর্জাতিক স্পেস স্টেশনে মানুষ পাঠানো শুরু করে নাসা। তবে বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে৷ ১৯৮৬ সালে চ্যালেঞ্জার ও ২০০৩ সালে কলম্বিয়া মহাকাশযানটি দুর্ঘটনার কবলে পড়ে৷ শেষ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত নভশ্চর কল্পনা চাওলা।

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 1 =