কলকাতা: রবিবাসরীয় ব্রিগেডের শেষ বেলায় চেনা ভঙ্গিতে শাসকদলকে আক্রমণ করতে শোনা গেল মহম্মদ সেলিমকে। তাঁর নিশানা থেকে বাদ গেল না বিজেপিও। এদিন ব্রিগেডে শেষ বক্তা হিসেবে ভাষণ দিতে ওঠেন মহম্মদ সেলিম এবং দেবলীনা হেমব্রম। আর সেখান থেকেই মুহুর্মুহু আক্রমণে রাজ্যের প্রাক-নির্বাচনী উত্তাপ আরো খানিক বাড়িয়ে দিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য।
রাজ্যে সরষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত, আর এদিন ব্রিগেড থেকে সেই ভূত তাড়ানোর ডাক দিয়েছেন মহম্মদ সেলিম। তিনি বলেন, “যেদিন সিঙ্গুরে মমতা ব্যানার্জি সরষের বীজ ছড়িয়ে ছিলেন, সেদিন থেকেই এ রাজ্যের প্রশাসনের ভিতর ভূত ঢুকে গিয়েছে।” ভোটের বুথ থেকে নির্বাচনের ফলাফলের মাধ্যমে ভূত তাড়ানোর ডাক দিয়েছেন তিনি। এ ব্যাপারে রাজ্যের যুব সম্প্রদায়ের প্রতি অাস্থার কথাও জানিয়েছেন প্রবীন নেতা।
ব্রিগেড মঞ্চ থেকে এদিন কবিতার সুরে মহম্মদ সেলিম বলেন, “অনেক ভূত পত্নী আছে, আমরা ভয় পাই না। সঙ্গে বিমান অধীর আব্বাস আছে, আমাদেরই হবে জয়।” বলা বাহুল্য, এক্ষেত্রে সম্ভাব্য ত্রিফলা জোটের নেতাদের উল্লেখটি বিশেষ তাৎপর্যপূর্ণ। একুশের নির্বাচনের আগে রাজ্য রাজনীতির পারদ যতই চড়ছে, ততই ‘আইসক্রিমের’ মতো গলে যাচ্ছে তৃণমূল, এদিন এই ভাষাতেই রাজ্যের শাসকদলকে তীব্র কটাক্ষে বিদ্ধ করেছেন বাম নেতা।
তবে তৃণমূলের বিকল্প যে কখনোই বিজেপি নয়, সেকথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। বৈশাখী গরমে যে ভোট হতে চলেছে, তাতে তাপ বাড়িয়ে ঘাসফুল গলে যাবে ঠিকই কিন্তু বিজেপিকেও বাষ্প করে দেওয়ার ডাক দিয়েছেন মহম্মদ সেলিম। তাঁর ব্রিগেড ভাষণে নিঃসন্দেহে বঙ্গ রাজনীতির পারদ চড়েছে আরো এক ধাপ। উল্লেখ্য, এদিন ব্রিগেডে বক্তব্য রাখেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট নেতা আব্বাস সিদ্দিকী। বাম-কংগ্রেসের সঙ্গে তাঁদের জোট এখনও চূড়ান্ত হয়নি।