‘কাকের বাসায় কোকিলের ডিম ফুটে আবার ফিরে যাচ্ছে’, কেন্দ্র-রাজ্যকে আক্রমণ সেলিমের

‘কাকের বাসায় কোকিলের ডিম ফুটে আবার ফিরে যাচ্ছে’, কেন্দ্র-রাজ্যকে আক্রমণ সেলিমের

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় লড়াইয়ে নামছে বাম-কংগ্রেস ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের মহাজোট। আর তাই নিজেদের জনমত তৈরির খাতিরে আজ কলকাতার অলিন্দ ব্রিগেড ময়দানে সমাবেশে মিলিত তিন দলেরই কর্মী সমর্থকরা। সমাবেশে উপস্থিত থাকতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এই ব্যাপারে সমর্থকরা কিছুটা নিরাশ হলেও অন্যান্য বাম, কংগ্রেস ও সেক্যুলার ফ্রন্টের নেতাদের বক্তব্যে যেন প্রতিধ্বনিত হচ্ছে ব্রিগেড ময়দানের মহা-সমাবেশে৷ এদিনের সমাবেশে সিপিএম নেতা মহম্মদ সেলিম তাঁর ভাষণের শুরুতেই রাজ্য ও কেন্দ্রের শাসক দলকে কটাক্ষ করে বলেন, ‘‘কাকের বাসায় কোকিলের ডিম ফুটে আবার ফিরে যাচ্ছে৷” এছাড়া তৃণমূল থেকে বিজেপিতে নেতাদের যাওয়াকে কেন্দ্র করে তিনি বলেন, “একদিকে দলবদলের লড়াই, আর এদিকে দিনবদলের লড়াই৷”

এছাড়াও কেন্দ্রে সরকারের বেসরকারিকরণ নীতির কড়া সমালোচনা করে এদিন সেলিম বলেন, ‘‘আমরা লড়েছি কলকারখানার জন্য, বিজেপি লড়েছে দেশকে বেচে দেওয়ার জন্য৷” পাশাপাশি এদিন সেলিম এও বলেন, “দিদিমণিকে মাঠ থেকে নকআউট করতে হবে৷” এদিনের সমাবেশে অন্যান্য বক্তাদের মতো মহম্মদ সেলিমও কিছুটা ভবিষ্যদ্বাণীর সুরেই বলেন, ‘‘কাল ভি হম জিতে থে, আজ ভি জিতেঙ্গে৷ বসন্ত এসে গেছে, লালরঙা ফুল ফুটবে৷ কেউ আটকাতে পারবে না৷” এছাড়াও রাজ্যে সিপিএম কর্মী মৃত্যুর নিন্দা করে সেলিম বলেন, “গত দশ বছরে আড়াইশো বাম কর্মী খুন হয়েছে৷ কিন্তু তাতেও লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি এই ফ্যাসিবাদী রাজ্য সরকার৷”

এদিনের ব্রিগেড সমাবেশে সেলিমের পাশাপাশি সীতারাম ইয়েচুরি, বিমান বসু এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীও রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের কড়া নিন্দা করেন। এদিনের সভায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল বলেন, “পহলে লড়ে থেকে গোরো সে, অব লড়েঙ্গে জোরো সে৷” পাশাপাশি তিনি এও বলেন, “দেশ থেকে বিজেপিকে, আর বাংলাকে থেকে তৃণমূলকে হঠাতে হবে৷” ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেল এদিনের সভায় এও বলেন, বাংলা থেকেই দেশ সংস্কারের পথ তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 9 =