ভোটপ্রচারে ঝড় তুলতে বাংলা-সহ ৫ রাজ্যে প্রিয়াঙ্কা!

ভোটপ্রচারে ঝড় তুলতে বাংলা-সহ ৫ রাজ্যে প্রিয়াঙ্কা!

38a417012bdd72b157e99fdf6631a575

কলকাতা:  বাম-কংগ্রেস ও আব্বাসের সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশে অংশ নেওয়ার প্রয়োজনিয়তা বোঝেনি রাহুল গান্ধী৷ দাদা, এড়িয়ে গেলেও কিছুটা হলেও বিলম্বে মাঠে নামতে চলেছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী৷ বাংলা-সহ ৫ রাজ্যের ভোটের দিন ঘোষণা হওয়ার পর এবার মাঠে নামছেন প্রিয়াঙ্কা৷

উত্তরপ্রদেশে সংগঠন বৃদ্ধির দায়িত্ব নেওয়ার পর যোগীর রাজ্যে মাটি কামড়ে বলে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক৷ এবার উত্তরপ্রদেশ থেকে ফোকাস কিছুটা কমিয়ে বাংলা সহ ৫ রাজ্যে প্রচারে নামতে চলেছেন সোনিয়া-কন্যা৷ আজ অসমে দু’দিনের সফর দিয়ে উত্তর-পূর্বের ভোটের ময়দানে নামছেন প্রিয়াঙ্কা৷ অসমের পর রয়েছে তামিলনাড়ু, কেরল, পুদুচেরি ও পশ্চিমবঙ্গে ভোটের ময়দানে পা রাখবেন তিনি৷ নির্বাচন পর্বে কংগ্রেসের অন্যতম তারকা প্রচারক হিসেবে মা সোনিয়ার জায়গা নিচ্ছেন প্রিয়াঙ্কা৷ বোন ভোটের ময়াদেন পা রাখলেও দাদা রাহুলের অবস্থান এখনও স্পষ্ট নয়৷ সূত্রের খবর, শরীর অসুস্থ থাকায় বাংলা-সহ ৫ রাজ্যের সভানেত্রী সোনিয়া প্রচারে নামবেন না৷ সোনিয়ার জায়গায় নেবেন প্রিয়াঙ্কা৷

৫ রাজ্যের ভোটে দলের প্রধান প্রচাকর প্রিয়াঙ্কা৷ নির্বাচনী জনসভা থেকে রোড শোয়, সক্রিয় ভূমিকায় ভোটের ময়দানে নামবেন প্রিয়াঙ্কা৷ নির্বাচনী জনসভার পাশাপাশি বিভিন্ন ধর্মীয়স্থল ঘুরে জনতার আবেগকে কাজে লাগাতেও মরিয়া হয়ে উঠতে পারেন তিনি৷ লজানা গিয়েছে, আজ অসমে গুয়াহাটির কামাক্ষ্যা মন্দির যাবেন প্রিয়াঙ্কা৷ এরপর মঙ্গলবার তেজপুরের মহাভৈরব মন্দির দর্শনে যাবেন তিনি৷ এরপর বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের ময়দানে নামবেন প্রিয়াঙ্কা৷ তবে, তিনি বাংলায় কবে আসবেন, তা এখনও চূড়ান্ত হয়নি৷ তবে, তিনি যে বাংলায় আসবেন, তা কার্যত নিশ্চিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *