প্রার্থী বাছাই করতে বিশেষ বৈঠক বিজেপি’র, আজই প্রথম দফার তালিকা তৃণমূলের?

প্রার্থী বাছাই করতে বিশেষ বৈঠক বিজেপি’র, আজই প্রথম দফার তালিকা তৃণমূলের?

কলকাতা: ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই বাংলা রাজনীতিতে বইছে উত্তেজনার চোরা স্রোত৷ প্রথা ভেঙে এই বার ভোট ঘোষণার পর প্রার্থী তালিকা প্রকাশ করেনি তৃণমূল৷ বদলে ঘোষণা করা হয় শুধুমাত্র নির্বাচন কমিটির কথা৷ তবে আজ সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে শাসক দলের৷ অন্যদিকে, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে বৈঠকে বসছেন বিজেপি নেতৃত্ব৷ 

আরও পড়ুন-  তদন্তে নয়া মোড়! আলিপুর মাদক কাণ্ডে এবার গ্রেফতার রাকেশ ঘনিষ্ঠ সুরজ

ভোটের তালিকা চূড়ান্ত করতে রবিবার দলের শীর্ষ নেতা ও ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তালিকা প্রকাশের আগে আজ আরও এক দফা বৈঠকে বসবে তৃণমূল নেতৃত্ব৷ আজ প্রথম দফা ভোটে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর (পার্ট ওয়ান) এবং পূর্ব মেদিনীপুর (পার্ট ওয়ান)-এর ৩০টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে৷ প্রথম দফার প্রার্থী তালিকায় থাকছে বেশ কিছু নতুন মুখ৷ আবার তালিকা থেকে বাদ পড়েছেন ২০১৬ সালে টিকিট পাওয়া বেশ কিছু প্রার্থী৷ গত কয়েক মাসে রং বদলের খেলায় অনেকটাই বদলেছে বঙ্গ রাজনীতী৷ ফলে জঙ্গলমহলের এই চার জেলায় তৃণমূল কংগ্রেসের মূল হাতিয়ার হতে তলেছে উন্নয়ন৷ এই পর্বের প্রার্থী তালিকায় ছত্রধর মাহাতোর নাম রয়েছে বলে জোড় গুঞ্জন৷ বাকি সাত পর্বের প্রার্থী তালিকাতেও থাকবে বেশ কিছু ‘চমক’৷ 

এদিকে প্রথম দু’দফার প্রার্থী তালিকা প্রকাশের উদ্দেশে আজ বৈঠকে বসছে গেরুয়া শিবির৷ এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন ১০টি সাংগঠনিক জেলার সভাপতি এবং তিনজন সাধারণ সম্পাদক৷ এছাড়াও উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিজেপি সাংসদ এবং জোন পর্যবেক্ষকরা৷ এই বৈঠকে পৌরহিত্য করবেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়৷ থাকবেন শিবপ্রকাশ, অরবিন্দ মেনন প্রমুখরা৷ এদিকে গতকাল শহরে এসেছিলেন অমিত ‘দূত’ ভূপেন্দ্র যাদব৷ সারাদিন হেস্টিংয়ের দফতরে একাধিক বৈঠক করেন তিনি৷ সোমবারের বৈঠকে তিনি হাজির থাকতে পারেন বলেও কানাঘুষো৷ 

আরও পড়ুন- গোত্র নয়, রক্ত পরীক্ষার পর হোক বিয়ে, বাড়ি বাড়ি প্রচার শিক্ষকের

এদিন মূলত সম্ভাব্য প্রার্থী নিয়ে ঐক্যমতে পৌঁছনোর চেষ্টা করবে বিজেপি নেতৃত্ব৷ প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য তিনজন করে প্রার্থীর নাম দিতে বলা হয়েছে৷ সমীক্ষক দল ও বঙ্গ বিজেপি’র প্রস্তাবিত নাম নিয়ে চুলচেরা বিশ্লেষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ আগামীকাল বা বুধবার দিল্লি থেকে ঘোষণা করা প্রথম দফা প্রার্থীর নাম৷ 
 

আজকের বৈঠকে ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাঁটাল, মেদিনীপুর, বাঁকুড়া, মথুরাপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর এবং পুরুলিয়া নিয়ে আলোচনা হবে। তৃণমূল ছেড়ে আসে একাধিক হেভিওয়েট নেতার নাম এই তালিকায় রয়েছে বলে দলীয় সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 7 =