ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার শাস্তি! আইএসএফ কর্মীদের মারধর, কাঠগড়ায় তৃণমূল

ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার শাস্তি! আইএসএফ কর্মীদের মারধর, কাঠগড়ায় তৃণমূল

91cb8675de86ef29abd5a09e8b989421

নিজস্ব সংবাদদাতা, দেগঙ্গা: রবিবার ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ায় আইএসএফ কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের হাঁসিয়া গ্রামে৷ স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে আইএসএফ কর্মীদের বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা৷ এমনকি কর্মীদেরকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ৷ আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ার সেকুলার ফ্রন্টের কর্মীদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই তাদের ওপর হামলা চালিয়েছে৷

এক আক্রান্ত কর্মীর বাবার অভিযোগ, ব্রিগেড সমাবেশে যোগ দিয়ে ফেরার পর রাতে তার ছেলেকে বন্দুকের নল দিয়ে মাথায় মারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ শুধু তাই নয়, আব্বাস সিদ্দিকির দলকে সমর্থন করায় আরও নানা অত্যাচারের শিকার হতে হচ্ছে বলে দাবি কর্মী-সমর্থকদের৷ আইএসএফ মহিলা সমর্থকদের দাবি, তাদের জবকার্ড থানা সত্ত্বেও কাজ করতে দিচ্ছে না তৃণমূলের লোকেরা৷ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট্রের কর্মীদেরকে মারধর করা আইএসএফ নেতা মহঃ কুতুবুদ্দিনের হুঁশিয়ারি, এই ঘটনায় পুলিশ কোনও ব্যবস্থা না নিলে তারা থানা ঘেরাও করবে৷ যদিও এইসব অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *