বেসরকারিকরণের বিরুদ্ধে পথে নামলেন ব্যাঙ্ক কর্মীরা, প্রভাব পড়বে ভোট বাক্সে, হুঙ্কার UFBU-র

বেসরকারিকরণের বিরুদ্ধে পথে নামলেন ব্যাঙ্ক কর্মীরা, প্রভাব পড়বে ভোট বাক্সে, হুঙ্কার UFBU-র

কলকাতা:  ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সোমবার পথে নেমে সভা করলেন ব্যাঙ্ককর্মী ও অফিসারদের সংগঠনের সদস্যরা৷ যাদবপুরে এই পথসভা করেন তাঁরা৷ সংগঠনের দাবি, বেসরকারিকরণের পথ থেকে কেন্দ্র পিছু না হঠলে, লাগাতার আন্দোলন চলবে৷ ভোটের মুখেও আন্দোলন জারি থাকবে। 

আরও পড়ুন-  আজ ভোট প্রচারে রাজ্যে ‘হেভিওয়েট’ আদিত্যনাথ, টার্গেট হিন্দু ভোটব্যাঙ্ক

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশের সময় দু’টি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই পথে নামে ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন৷ ব্যাঙ্ক সংগঠনের দাবি, তাঁদের কথা না নামা হলে, ভোটের মুখে লাগাতার রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা৷ 

অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেন, ‘‘রাস্তায় নেমে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যে আন্দোলন করব, তার প্রতিফলন ব্যালট বক্সে পড়বে৷ সে বিষয়ে আমরা নিশ্চিত৷’’ আবার সংগঠনের সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ‘‘ব্যাঙ্ক কর্মচারি বা আধিকারিকদের উপর নয়, এটা সামগ্রিক ভাবে সমাজের উপর একটা আক্রমণ৷ দেশের অর্থনৈতিক স্বাধীনতার উপর আক্রমণ৷’’ 

আরও পড়ুন- এক শরীরে দু’টি স্ত্রীঅঙ্গ, জটিল অস্ত্রপচারে শিশুকন্যার জীবনদান পিজি’র

কেন্দ্রের ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে ১৫ ও ১৬ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস৷ ধর্মঘটে সামিল হচ্ছে বিভিন্ন বেসরকারি কর্মী সংগঠনও৷ ব্যাঙ্ক ধর্মঘটের জেরে মার্চ মাসে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা৷ ১৩ মার্চ মাসের দ্বিতীয় শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ ১৪ মার্চ রবিবার৷ ১৫ ও ১৬ মার্চ ধর্মঘট৷ ফলে ব্যাঙ্ক গ্রাহকদের প্রবল ভোগান্তির আশঙ্কা রয়েছে৷ ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের সংগঠনের সাফ কথা, দাবি মানা না হলে তাঁরা আন্দোলনের রাস্তা থেকে সরবে না৷ দাবি না মিটলে চলবে আন্দোলন৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 7 =