BREAKING: ভোট গ্রহণের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, জারি বিজ্ঞপ্তি

BREAKING: ভোট গ্রহণের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, জারি বিজ্ঞপ্তি

কলকাতা:  রাজ্যে প্রথম দফার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন৷ সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হবে ভোট গ্রহণ পর্ব৷ সন্ধ্যা ছয়টার পরিবর্তে সাড়ে ছটা পর্যন্ত হবে ভোট গ্রহণ পর্ব৷ আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ডিসট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে ভিডিও কনফারেন্স করবেন মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব৷ নির্বাচনী প্রস্তুতি নিয়েই এই ভিডিও কনফারেন্স করবেন৷

রাজ্যে প্রথম দফায় ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট ২৭ মার্চ৷ এই প্রথম দফার নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন৷ প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের মনোয়ন জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে ৯ মার্চ৷ এরপর মনোনয়ন স্ক্রুটিনি হবে ১০ মার্চ পর্যন্ত৷ মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ১২ মার্চ৷

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি

এবার রেকর্ড করে আট দফা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে৷ ২৭ মার্চ বাংলায় প্রথম দফায় ভোটগ্রহণ৷ শেষ দফার ভোট গ্রহণ ২৯ এপ্রিল৷ ৫ রাজ্যের ভোট গণনা হবে একই দিন, ২ মে৷ দেখে নিন বাংলার ভোটের নির্ঘণ্ট…

প্রথম দফা: ২৭ মার্চ- পুরুলিয়া, বাঁকুড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ওয়ান, পূর্ব মেদিনীপুর পার্ট ওয়ান (৩০) আসনে ভোট।

দ্বিতীয় দফা: ১ এপ্রিল- বাঁকুড়া পার্ট টু, পূর্ব মেদিনীপুর পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ওয়ান (৩০) আসনে ভোট।

তৃতীয় দফা: ৬ এপ্রিল- হাওড়া পার্ট ওয়ান, হুগলী পার্ট ওয়ান, দক্ষিণ ২৪ পরগনা পার্ট টু (৩১) আসনে ভোট।

চতুর্থ দফা: ১০ই এপ্রিল- হাওড়া পার্ট টু, হুগলি পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট থ্রি (৪৪) আসনে ভোট।

পঞ্চম দফা: ১৭ই এপ্রিল- উত্তর ২৪ পরগনা পার্ট ওয়ান, নদিয়া পার্ট ওয়ান, পূর্ব বর্ধমান পার্ট ওয়ান, জলপাইগুড়ি (৪৫) আসনে ভোট।

ষষ্ঠ দফা: ২২শে এপ্রিল- উত্তর ২৪ পরগনা পার্ট টু, পূর্ব বর্ধমান পার্ট টু ও নদিয়া পার্ট টু (৪৩) আসনে ভোট।

সপ্তম দফা: ২৬শে এপ্রিল- মালদহ পার্ট ওয়ান, মুর্শিদাবাদ পার্ট ওয়ান, পশ্চিম বর্ধমানের ৫টি, কলকাতা দক্ষিণ (৩৬) আসনে ভোট।

অষ্টম দফা: ২৯শে এপ্রিল- মালদহ পার্ট টু, মুর্শিদাবাদ পার্ট টু, বীরভূম, কলকাতা উত্তর (৩৫) আসনে ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *