ব্রেকিং: অবশেষে সেই গেরুয়াই হলেন জিতেন্দ্র!

ব্রেকিং: অবশেষে সেই গেরুয়াই হলেন জিতেন্দ্র!

 

কলকাতা: বিজেপিতে যোগ দিতে চলেছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি, এই খবর দুপুর থেকেই ভাসছিল ইতিউতি। অবশেষে হলও তাই। গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি। শ্রীরামপুরের সভা থেকে বিজেপিতে যোগ দিলেন তিনি। এদিন এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, নব্য বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ সহ প্রমুখ।

আরও পড়ুন-  আনিসুর মামলায় তোলপাড় রাজনীতি, কে এই কীর্তিমান? কী বা তাঁর রাজনৈতিক পরিচয়?

এদিন বিজেপিতে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করেন জিতেন্দ্র তিওয়ারি। বলেন, তিনি কারোর বিরুদ্ধে অভিযোগ করতে চান না কিন্তু বিগত কয়েক বছর ধরে মনের কথা বলতে পারছিলেন না। মনে এক কথা থাকতো, বাইরে এক কথা বলতে হত। এমন কিছু কথা থাকত যেগুলো মানুষের সঙ্গে আলোচনা করার থাকতো কিন্তু সেই আলোচনা করার অবকাশ পাওয়া যেত না। জিতেন্দ্রর কথায়, এখন তিনি সুযোগ পেয়েছেন মনের ভাব সম্পূর্ণ ভাবে প্রকাশ করার, সেই জায়গা তাঁকে বিজেপি দিয়েছে তাই জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, তাঁর যে চিন্তা ধারা রয়েছে তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি চিন্তাধারার অনেক মিল রয়েছে। এর পরেই তাৎপর্যপূর্ণভাবে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তিনি মন্তব্য করেন, আজকের নতুন নয় তিনি এই স্লোগান ছোটবেলা থেকেই দিয়ে আসছেন, কিন্তু এর আগে মঞ্চে বলার সুযোগ পেতেন না, আজ পেয়েছেন।

আরও পড়ুন-  অনুব্রতর গড়ে শোভন-বৈশাখী, জোড়া রোড শো শোভন জুটির!

গত বছরের শেষের দিকে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। মূলত শুভেন্দু অধিকারী বিজেপি শিবিরে যোগ দিতে পারেন এমন খবর ছড়িয়ে পড়ার পর জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই সময় তাঁদেরকে এক সঙ্গে বৈঠক করতেও দেখা যায়। যদিও বিজেপি শিবিরের মধ্যে জিতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়া নিয়ে বিরোধ শুরু হয় সেই সময়। ফলত, পরবর্তী ক্ষেত্রে তিনি তৃণমূল কংগ্রেসের ফিরে আসার চেষ্টা করেন এবং হালে তাঁকে বড় দায়িত্ব দেয় শাসক শিবির। তবে ফের একবার ‘ডিগবাজি’ মারলেন তিনি। কিছুদিন আগেই আসানসোলের এক অনুষ্ঠানে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মলয় ঘটক সহ পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে একই মঞ্চে দেখা যায় জিতেন্দ্র তিওয়ারিকে। তারপরেই এত অল্প দিনের মধ্যেই তিনি পান গুরুদায়িত্ব। জাতীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। সেই সময় তিনি বলেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ, কারণ তিনি তাঁর উপর ভরসা রেখেছেন। এই ভরসা করার মর্যাদা তিনি দেবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − five =