ব্রেকিং: TET নিয়োগে স্থাগিতাদেশ, চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা

ব্রেকিং: TET নিয়োগে স্থাগিতাদেশ, চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা

কলকাতা:  প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড় কলকাতা হাইকোর্টে৷ ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের ওপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য৷ বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে৷

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের রাজ্য সরকারের৷  ১৬,৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের উপর গত ২২ ফেব্রুয়ারি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জে করে ডিভিশন বেঞ্চে আপিল মামলা দায়ের করল প্রাইমারি শিক্ষা পর্ষদ৷ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে আপিল মামালা৷  পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই চাকরি পেয়ে গেছিলেন, তারাও আজ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে৷ আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা৷

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৬ হাজার ৫০০ শূন্যপদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে৷ যাঁরা টেট উত্তীর্ণ এবং যাঁদের প্রশিক্ষণ রয়েছে, একমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন বলে জানিয়েছিল পর্ষদ৷ এর পর শুরু হয় নিয়োগ প্রক্রিয়া৷ মেধা তালিকায় জায়গা পেয়েছেন ১৫ হাজার ২৮৪ জন৷ জানুয়ারি মাসে ৭ দিন ধরে ইন্টারভিউ হয়৷ পর্ষদ সূত্রে খবর, এই নিয়োগের ক্ষেত্রে পার্শ্বশিক্ষকদের ১০% সংরক্ষণ রাখা হয়৷ এছাড়াও এত কম সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এযাবত কালে কোন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারিনি বলেই পর্ষদ সূত্রের দাবি৷  কিন্তু ১৫ ফেব্রুয়ারি সোমবার গভীর রাতে প্রকাশিত ফলাফল নিয়ে প্রশ্ন তুলে দায়ের হয় মামলা৷ নিয়োগে বেনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে ছ’টি মামলা দায়ের হয় হাইকোর্টে৷ সেই মামলার প্রেক্ষিতে গত ২২ ফেব্রুয়ারি নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে আদালত৷ এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা৷

২০১৪ সালের প্রাইমারি টেটের অস্বচ্ছ মেধাতালিকা প্রকাশের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী৷ তাঁদের অভিযোগ, মেধাতালিকার কোনও পূর্ণঙ্গা তালিকা প্রকাশ করা হয়নি৷ শুধুমাত্র রোল নম্বর দিয়ে সফর প্রার্থীরা একমাত্র জানতে পারছেন, তিনি ডাক পাচ্ছেন কি না৷ মেধাতালিকা, প্যানেল না থাকার অভিযোগ তোলা হয়৷ মেধাতালিকায় অস্বচ্ছ অভিযোগ সংক্রান্ত মামলা ওঠে কলকাতা হাইকোর্টে৷ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছেন৷ মামলার নিষ্পত্তি না হওয়া স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দেয় আদালত৷ ওই নির্দেশের পর নয়া অবস্থান রাজ্যের৷

যদিও, এর আগে চূড়ান্ত অনিয়মের অভিযোগে বাতিল হয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া৷ সেই নিয়োগ নতুন করে শুরু হয়েছে৷ এবার উচ্চ প্রাথমিকের জট পুরোপুটি কাটতে না কাটতেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ, তাকে চ্যালেজ্ঞ জানিয়ে উচ্চ বেঞ্চে মামলা৷ যদিও, এই নিয়োগে যে সমস্যা আছে, তা বোঝা গিয়েছিল কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তির পর৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং ঘিরে জেলায় জেলায় তৈরি হয়েছিল বিক্ষোভ৷ এবার সেই ক্ষোভ-বিক্ষোভের পর সরাসরি নিয়োগের উপর স্থগিতাদেশ রাজ্যের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ চলতি বছরের শুরুতে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সাড়ে ১৬ হাজার প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে৷ কিন্তু, নিয়োগ প্রক্রিয়া শুরু হতে না হতেই ধাক্কা৷ যদিও এই নিয়োগ ঘিরে প্রথম থেকেই ছিল বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 3 =