ভোটে গরম বাংলা, চলতি সপ্তাহেই রাজ্যে চার বিশেষ পর্যবেক্ষক

ভোটে গরম বাংলা, চলতি সপ্তাহেই রাজ্যে চার বিশেষ পর্যবেক্ষক

7feaacca85d290133dd3db252a55710d

 

কলকাতা: কয়েকদিন পর থেকেই বাংলায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু। তার আগে চলতি সপ্তাহেই রাজ্যে আসতে চলেছেন চারজন বিশেষ পর্যবেক্ষক। এদের মধ্যে দুজন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, মৃণালকান্তি দাস। বাকি দুজন অজয় নায়েক এবং বিশেষ আয় ব্যয় পর্যবেক্ষক বি মুরলী কুমার। এর মধ্যে জানা যাচ্ছে অজয় নায়েক এবং বিবেক দুবে আজই রাজ্যে আসতে চলেছেন।

আরও পড়ুন: কিভাবে ‘খেলতে’ হবে? তৃণমূল ভবনে চলল টলি তারকাদের ক্লাস

বাংলার নির্বাচন নিয়ে এমনিতেই একটু বেশি সতর্ক নির্বাচন কমিশন। কারণ প্রথম থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন বিশেষ পর্যবেক্ষক দল নিয়ে ঘোষণা করেছিল তারা। সেই প্রেক্ষিতে চলতি সপ্তাহে রাজ্যে আসার কথা রয়েছে চারজনের। বুধবার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সংঘের সাধারণ পর্যবেক্ষকদের ভার্চুয়াল বৈঠক হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট প্রক্রিয়া ছাড়া তারা যাতে অন্য কোন কাজে যুক্ত না হয়ে যান সেই ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। একইসঙ্গে কেউ যাতে পক্ষপাতদুষ্ট না হয়ে যায় সে ব্যাপারেও আলাদাভাবে সতর্ক নির্বাচন কমিশন। এদিকে জানা গিয়েছে, ২৫ মার্চের মধ্যেই পশ্চিমবঙ্গে চলে আসবে ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৮ মার্চের মধ্যে আসবে ১৭০ কোম্পানি। উল্লেখ্য, ২৭ মার্চ বাংলায় প্রথম দফায় ভোটগ্রহণ। শেষ দফার ভোট গ্রহণ ২৯ এপ্রিল। ৫ রাজ্যের ভোট গণনা হবে একই দিন, ২ মে। 

প্রথম দফা: ২৭ মার্চ- পুরুলিয়া, বাঁকুড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ওয়ান, পূর্ব মেদিনীপুর পার্ট ওয়ান (৩০) আসনে ভোট।

দ্বিতীয় দফা: ১ এপ্রিল- বাঁকুড়া পার্ট টু, পূর্ব মেদিনীপুর পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ওয়ান (৩০) আসনে ভোট।

তৃতীয় দফা: ৬ এপ্রিল- হাওড়া পার্ট ওয়ান, হুগলী পার্ট ওয়ান, দক্ষিণ ২৪ পরগনা পার্ট টু (৩১) আসনে ভোট।

চতুর্থ দফা: ১০ই এপ্রিল- হাওড়া পার্ট টু, হুগলি পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট থ্রি (৪৪) আসনে ভোট।

পঞ্চম দফা: ১৭ই এপ্রিল- উত্তর ২৪ পরগনা পার্ট ওয়ান, নদিয়া পার্ট ওয়ান, পূর্ব বর্ধমান পার্ট ওয়ান, জলপাইগুড়ি (৪৫) আসনে ভোট। 

ষষ্ঠ দফা: ২২শে এপ্রিল- উত্তর ২৪ পরগনা পার্ট টু, পূর্ব বর্ধমান পার্ট টু ও নদিয়া পার্ট টু (৪৩) আসনে ভোট। 

সপ্তম দফা: ২৬শে এপ্রিল- মালদহ পার্ট ওয়ান, মুর্শিদাবাদ পার্ট ওয়ান, পশ্চিম বর্ধমানের ৫টি, কলকাতা দক্ষিণ (৩৬) আসনে ভোট।

অষ্টম দফা: ২৯শে এপ্রিল- মালদহ পার্ট টু, মুর্শিদাবাদ পার্ট টু, বীরভূম, কলকাতা উত্তর (৩৫) আসনে ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *