প্রার্থী হতে চাই, স্ত্রী-সন্তান নিয়ে রাজ্য BJP-র দফতরে হাজির নেতা!

প্রার্থী হতে চাই, স্ত্রী-সন্তান নিয়ে রাজ্য BJP-র দফতরে হাজির নেতা!

1e3fd3528df7f6f5189fc128cda2dc32

কলকাতা: নজরে বিধানসভা নির্বাচন৷ জারি হয়েছে ভোটের বিজ্ঞপ্তি৷ সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি৷ প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যেই কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা৷ প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যখন চার্টার্ড বিমানে দিল্লি উড়ে গিয়েছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গী, শুভেন্দু অধিকারীরা, ঠিক তার কিছু আগে প্রার্থী হতে চেয়ে স্ত্রী-সন্তান নিয়ে ট্রেনে চেপে রাজ্য অফিসে পৌঁছলেন এক বিজেপি নেতা৷

মুকুল-দিলীপ-শুভেন্দুরা যখন দিল্লি, তখন তারকেশ্বর বিধানসভা কেন্দ্র প্রার্থী হওয়ার দাবি জানিয়ে স্ত্রী, সন্তান, কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রাজ্য অফিসে পৌঁছলেন বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সহ-সভাপতি গণেশ চক্রবর্তী৷ সেই মঙ্গলবার সকালে তিনি তারকেশ্বর থেকে ট্রেনে চেপে রওনা হন সদলবলে৷ দাদার অনুগামীদের দাবি, গণেশদা দীর্ঘদিনের লড়াকু বিজেপি নেতা৷ তাঁকেই তাঁরা তারকেশ্বর বিধানসভা থেকে প্রার্থী দেখতে চান৷

বিজেপি সূত্রে খবর, তারকেশ্বর কেন্দ্র বিজেপির টিকিট পেতে ইতিমধ্যেই ৫০ জনের নাম জমা পড়েছে রাজ্য অফিসে৷ কে বেশি জনপ্রিয়, তা প্রমাণে দলের অন্দরে চলথে প্রার্থী হওয়া নিয়ে চলছে একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুঁড়ি৷ তবে, এর মাঝেও প্রার্থী হওয়ার নিয়ে আত্মবিশ্বাসী গণেশ চক্রবর্তী৷ সংবাদমাধ্যে তিনি জানিয়েছে, ১৯৯০ সাল থেকে তিনি বিজেপির সক্রিয় নেতা৷ পঞ্চায়েত সমিতি নির্বাচন থেকে শুরু করে ২০১১ বিধানসভা নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন৷ তবে তখন জয় আসেনি৷ এবার পরিস্থিতি অনুকূল৷ তাই নিয়ে  স্ত্রী-সন্তান কর্মীদের নিয়ে হাজির হয়েছেন দফতরে, তাঁর দাবি পেশ করার জন্য৷ তবে, স্থানীয় বিজেপি নেতার আচমকা হাজিরা নিয়ে হাস্যকর বলছেন বিজেপিরই কিছু নেতা-কর্মী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *