ভোটের মুখে ঘাসফুলে অদিতি মুন্সি! পেতে পারেন টিকিট?

ভোটের মুখে ঘাসফুলে অদিতি মুন্সি! পেতে পারেন টিকিট?

 

কলকাতা: ঘাসফুল শিবিরে আরও এক তারকা। এবার তৃণমূলে যোগদান করলেন বিশিষ্ট কীর্তন ও ভক্তিগীতি গায়িকা অদিতি মুন্সি। বৃহস্পতিবার বেলার দিকে তৃণমূল ভবনে একটি সাংবাদিক সম্মেলনে তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়ের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন অদিতি মুন্সি।

এদিন ঘাসফুলের ঝান্ডা হাতে তুলে নিয়েই তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন এই গায়িকা৷  বললেন, “যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানেই রয়েছে সততা৷” পাশাপাশি এই কীর্তন শিল্পী আরও বলেন, “বিয়ের আগে রাজনীতির সঙ্গে আমার তেমন সম্পর্ক ছিল না। তবে বিয়ের পর স্বামী ও শ্বশুরমশাইকে এই দলটার হয়ে কাজ করতে দেখে দিদির কাজের মধ্যে অনুপ্রেরণা পেয়েছি। আর আমার এও মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই বিরাজ করছে সততা৷”

সংগীতশিল্পী অদিতি মুন্সির স্বামী উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি দেবরাজ চক্রবর্তী। পাশাপাশি তার শ্বশুরমশাইও তৃণমূলের এক বর্ষীয়ান নেতা তথা দলের একনিষ্ঠ এক কর্মী। সম্প্রতি পরলোকগমন করেছেন অদিতি মুন্সির শ্বশুরমশাই। আর তার প্রয়ানের পরেই কীর্তন জগতের প্রসিদ্ধা এই গায়িকার তৃণমূলে যোগদান নিয়ে চলছিল জল্পনা। আর বহুদিনের এই জল্পনার শেষ পাতায় ইতি টেনে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এদিন অদিতি মুন্সি যোগদান করলেন তৃণমূল শিবিরে। তৃণমূল দলের অন্দর সূত্রে জানা গেছে, আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার টিকিট দেওয়া হতে পারে এই জনপ্রিয় গায়িকাকে। তবে দলের তরফে এই বিষয়ে এখনও কিছুই স্পষ্টভাবে বলা হয়নি। আগামী শুক্রবার ঘাসফুল শিবিরের সম্পূর্ন প্রার্থীতালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। তার আগের দিনই অদিতি মুন্সির এই যোগদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্যতা বহন করছে বলেই মনে করছে রাজ্যের বিশেষজ্ঞ মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − two =