ভোটের গেরোয় থমকে বদলি, ডিআই অফিসে বিক্ষোভ শিক্ষকদের

ভোটের গেরোয় থমকে বদলি, ডিআই অফিসে বিক্ষোভ শিক্ষকদের

 

কলকাতা: টানা ২৩ দিনে ৮ দফায় বাংলা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে৷ নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়, ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই লাগু হয়ে যাবে মডেল কোড অফ কনডাক্ট বা আদর্শ আচরণবিধি৷ ২ মে পর্যন্ত তা লাগু থাকবে৷ এই সময়ে মধ্যে ভোটের কাজে যুক্ত কোনও অফিসারের ট্রান্সফার বা পোস্টিং করা যাবে না৷ এই সময়ের মধ্যে জয়েনিং এবং রিলিজিংও সম্পূর্ণ বন্ধ থাকবে৷ কমিশনের এই বিজ্ঞপ্তিতেই বিভ্রান্তি তৈরি হয়েছে৷ বিভ্রান্ত তৈরি হতেই বাড়ছে শিক্ষক বিদ্রোহ৷ বদলি হওয়া শিক্ষকদের অবিলম্বে অনুমোদ দেওয়ার দাবিতে পূর্ব মেদিনীপুর ডিআই অফিসে বিক্ষোভ দেখালেন শিক্ষকদের একাংশ৷

সম্প্রতি মাধ্যমিক বিদ্যালয়ে আপস বদলি এবং বিশেষ কারণে শিক্ষকদের বদলি হয়ে বিভিন্ন জেলায় নিযুক্ত হয়েছেন৷ কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষকদের অ্যাপ্রভাল দেওয়ার কাজ না হওয়ায় চূড়ান্ত সমস্যায় পড়েন শিক্ষকদের একাংশ৷ শিক্ষক-শিক্ষিকাদের অনেকেরই বেতন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে অভিযোগ৷ ফলে, সমস্যা দ্রুত সমস্যা সমাধানের দাবিতে আজ পূর্ব মেদিনীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দফতরে ডেপুটেশন দেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সদস্যরা৷ সমিতির তরফে ডিআই অফিসে সামনে বিক্ষোভ দেখানো হয়৷ বিক্ষোভের পাশাপাশি একটি স্মারকলিপি ভারপ্রাপ্ত ডিআইয়ের কাছে জমা দেন শিক্ষকদের একাংশ৷ ডেপুটেশনে নেতৃত্বদেন সমিতির রাজ্য সহ-সভাপতি তপন জানা, তমলুক মহাকুমার সম্পাদক শম্ভু মান্না, শিক্ষক নেতা সুমিত রাউত, বিশ্বনাথ জানা, বাবলু আলি খান প্রমুখরা৷

এদিন শম্ভু মান্না অভিযোগ করেন, আপস এবং বিশেষ কারণে বদলি হওয়া শিক্ষকরা দীর্ঘদিন অ্যাপ্রুভাল পাচ্ছে না৷ অনেকের বেতন আটকে রয়েছে৷ আবার অর্থবর্ষ শেষ হওয়ার কারণে এখনই বদলির অনুমোদন না হলে তাঁদের বকেয়া পেতে সমস্যা তৈরি হতে পারে৷ ফলে, অবিলম্বে তাদের অ্যাপ্রুভাল দিতে হবে বলেও জানানো হয় দাবি৷ একই সঙ্গে সমস্ত ধরনের বকেয়া অবিলম্বে প্রদানের উদ্যোগ গ্রহণ করতে হবে, ডিআই অফিসের কাজের স্বচ্ছতা আনতে হবে বলেও তোলা হয় দাবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *