দুর্ঘটনার কবলে অভিনেতা তথা তৃণমূল নেতা সৌরভ! অল্পের জন্য পেলেন রক্ষা

দুর্ঘটনার কবলে অভিনেতা তথা তৃণমূল নেতা সৌরভ! অল্পের জন্য পেলেন রক্ষা

কলকাতা: তিনি এমনিতেও একটু চর্চায় থাকেন সব সময়। তার মধ্যে কিছুদিন আগেই ঘাসফুল শিবিরে যোগদান করেছেন। পরবর্তী ক্ষেত্রে বোনের সঙ্গে একটি বিতর্কিত ভিডিও নিয়ে আলোচনা। অভিনেতা সৌরভ দাস সবসময় লাইম লাইটে। সেই সৌরভকে নিয়ে এবার চিন্তা অনুগামীদের, কারণ শুটিং শেষে ফেরার পথে পথ দুর্ঘটনার মুখোমুখি অভিনেতা। বোলপুরের শুটিং করে হোটেলে ফেরার পথে দুর্ঘটনা ঘটেছে সৌরভের। যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।

জানা গিয়েছে, বোলপুরে শুটিং সেরে হোটেলে ফেরার পথে সৌরভের গাড়ির সামনে হঠাৎ চলে আসে একটি লরি। ড্রাইভিং সিটে নিজেই বসেছিলেন সৌরভ। কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা ধাক্কা মারে রাস্তার ধারে একটি ল্যাম্পপোস্টে। মাথায় আঘাত লেগেছে তাঁর। যদিও বড়োসড়ো আঘাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। জানা যাচ্ছে, হাসপাতালে গিয়ে সিটি স্ক্যান হয়েছে তাঁর, রিপোর্ট নর্মাল। ‌তবে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। গতকাল ফিরে এসেছেন শহরেও। প্রসঙ্গত, পরিচালক মনদীপ সাহার ছবি ‘ইস্কাবন’-এর শুটের জন্যই বোলপুর গিয়েছিলেন সৌরভ। ওই ছবিতে সৌরভ ছাড়াও অভিনয় করছেন অনামিকা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায় সহ আরও অনেকে।

আরও পড়ুন- প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিদ্রোহ তৃণমূলের অন্দরে, কারও চোখে জল

কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার পর একটি বড়োসড়ো বিতর্কে জড়িয়ে যান সৌরভ দাস। নিজের জন্মদিনের একটি পার্টির ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে তাঁকে একটি মেয়ের সঙ্গে অশালীন আচরণ করতে দেখা যায়। পরে অবশ্য অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা করে বলেন, যে মেয়েটির সঙ্গে তাঁকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে সে তাঁর বোন। যদিও সেলিব্রেটি মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই সেই ভিডিও দেখার পর সমালোচনায় সরব হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =