তারকেশ্বরে খড়ের গাদা থেকে উদ্ধার তাজা বোমা! ভোটের আগে আতঙ্ক

৩৬টি তাজা বোমা খড়ের গাদায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা

হুগলি: একুশের বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজ্য জুড়ে ততই উত্তপ্ত হয়ে চলেছে রাজনৈতিক পরিস্থিতি। কিছুদিন আগেই বোমা হামলায় গুরুতর জখম হয়েছিলেন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। কিন্তু ভোটমুখী বাংলায় তবু বিশৃঙ্খলার বিরাম নেই। জেলায় জেলায় নানা প্রান্ত থেকে বারেবারেই সামনে আসছে অশান্তির ইঙ্গিত। 

হুগলির তারকেশ্বর থেকে এদিন সকালেই উদ্ধার করা হয়েছে একগুচ্ছ তাজা বোমা, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। জানা গেছে, মোট ৩৬টি বোমা উদ্ধার করা হয়েছে তারকেশ্বর থেকে। বোমার হদিশ পাওয়ার পর ঘটনাস্থলে হাজির হয় তারকেশ্বর পুলিশ। সবকটি বোমাই সেসময় সক্রিয় অবস্থাতে ছিল। এরপর বম্বস্কোয়াড গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করেছে বলে জানা গেছে।

তারকেশ্বর থেকে তাজা বোমা উদ্ধারের পর স্বভাবতই সাত সকালে এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। তারকেশ্বরের দরবেশপুরের স্থানীয় বাসিন্দারা বোমাতঙ্কে রীতিমতো কাবু হয়ে পড়েছেন। সূত্রের খবর, স্থানীয়রাই প্রথমে বোমা গুলি দেখতে পান। দরবেশপুরের রেললাইন পাড়া এলাকায় দুটি খড়ের গাদার তলায় বোমাগুলি দেখা যায়। তৎক্ষণাৎ পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশের সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনীও। দমকলের কর্মীরা প্রথম দিকে জল ঢেলে বোমা নিষ্ক্রিয় করার চেষ্টাও করেন। কিন্তু কোনো ফল না হওয়ায় এরপর ডাকা হয় সিআইডির বম্ব স্কোয়াডের আধিকারিকদের। 

এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। কে বা কারা এতগুলি বোম এভাবে খড়ের গাদায় ফেলে রেখেছিল, কোন উদ্দেশ্য এর পিছনে লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ভোটের আগে এমনিতেই রাজ্য জুড়ে উত্তপ্ত পরিস্থিতি। তার মাঝে এমন ঘটনায় এলাকার চাঞ্চল্য সহজেই অনুমেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =