পকেটে টাকা গুঁজে দিয়ে রাজনীতি করি না! নন্দীগ্রামে মমতা

পকেটে টাকা গুঁজে দিয়ে রাজনীতি করি না! নন্দীগ্রামে মমতা

নন্দীগ্রাম: আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে আজ প্রথমবার ‘প্রার্থী’ মমতা গেলেন সেখানে জনসভা করতে। নন্দীগ্রামের জনসভা করে সভায় আগত সকল কর্মী এবং সমর্থকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বললেন, ভাঁওতা দিয়ে বা পকেটে টাকা গুঁজে দিয়ে তিনি রাজনীতি করেন না! একইসঙ্গে জানিয়ে রাখলেন, বছরে দু মাস অন্তর নন্দীগ্রামে আসবেন তিনি, সেই কারণে এখানে বাড়ি ভাড়া নিচ্ছেন। 

এদিন বিজেপি সহ অন্যান্য বিরোধীদের আক্রমণ করে নন্দীগ্রামবাসীর উদ্দেশ্যে মমতা বার্তা দেন, বুথে বুথে সকলকে তৈরি থাকতে হবে যাতে কেউ এসে টাকা দিয়ে কাউকে কিনতে না পারে। একইসঙ্গে তিনি জানান, ভবানীপুরের যে উন্নয়ন হয়েছে, সেই প্রেক্ষিতে আগামী দিনে নন্দীগ্রামকে মডেল নন্দীগ্রাম করে তুলবেন তিনি। মমতা জানিয়েছেন, এখানে শিক্ষায় কেউ পিছিয়ে থাকবে না এবং নন্দীগ্রামে কোন বেকার থাকবে না। আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে নির্বাচন। তাই মমতা সকলের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন, ১ তারিখ খেলা হবে, টাকা দিলে কি করতে হয় সেটা এখানকার মানুষ খুব ভালো করে জানেন। তাই, ২ মে যখন ফল বেরোবে তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে। নন্দীগ্রামবাসীকে ১ এপ্রিল বিজেপিকে “এপ্রিল ফুল” করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। 

আরও পড়ুন: যদি মনে করেন, আমার দাঁড়ানো উচিত নয়, মনোনয়ন জমা দেব না: মমতা

এর পাশাপাশি তিনি নন্দীগ্রামে কি কি কাজ করেছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বলেন, ‘স্বর্ণময়ী কলেজ করেছি, শহিদ বেদী, কিসান মাণ্ডি, ৭০০ কোটি টাকার জলপ্রকল্পের কাজ চলছে। তা ছাড়াও হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামকে ব্রিজ তৈরি করে জুড়ে দেব’। একইসঙ্গে তিনি আরও বলেন, ‘এমন কিছু বলবেন না, যা কটূ শোনায়। আমিও অনেক কিছু জানি, কিন্তু বলি না। সিপিএম-এর অনেককে বিজেপি নিয়ে এসেছে।’ এদিকে, জনসভার শুরুতেই সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখানে এসে কেউ কেউ বলছে ৭০-৩০ এর কথা, কিন্তু মনে রাখতে হবে পুরো ১০০ শতাংশই তৃণমূল। ‌মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, মানুষে মানুষে ভাগাভাগি হয় না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =