বাংলায় বোমা কারখানাই নেই! অমিতের দাবি মিথ্যে, ‘প্রমাণ’ দিল তৃণমূল

বাংলায় বোমা কারখানাই নেই! অমিতের দাবি মিথ্যে, ‘প্রমাণ’ দিল তৃণমূল

কলকাতা: বাংলায় প্রচারে এসে একাধিকবার বিজেপির কেন্দ্রীয় নেতারা বোমা কারখানার কথা উল্লেখ করেছেন। শুধু কেন্দ্রীয় নেতারা নয়, বঙ্গ বিজেপির একাধিক নেতা বারংবার এমন দাবি করেছেন যে, বাংলায় প্রচুর বোমা কারখানা রয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একসময় এও দাবি করেছিলেন, বাংলায় প্রতিটি জেলায় জেলায় বোমা কারখানা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একই দাবি করেছেন একাধিক বার। এই ইস্যুতে বিজেপিকে ভুল ‘প্রমাণ করল’ তৃণমূল কংগ্রেস। কারণ জনৈক এক ব্যক্তির আরটিআই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে যে বাংলায় বোমা তৈরির কারখানার কোন অস্তিত্ব নেই!

এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জানান, জনৈক সাকেত গোখেল নামের এক ব্যক্তি কেন্দ্রীয় সরকারকে তথ্য জানার অধিকার আইনের ভিত্তিতে কয়েকটি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নগুলির মধ্যে অন্যতম ছিল, বাংলায় বোমা তৈরীর কারখানা গুলির কোন তালিকা রয়েছে কিনা কেন্দ্রীয় সরকারের কাছে। যার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, “ধরনের বোমা তৈরির কারখানার কোন অস্তিত্ব নেই”! এই প্রশ্ন উত্তরের নথি ‘প্রমাণ’ হিসেবে সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করেন ওই ব্যক্তি। যাকে হাতিয়ার করেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। 

আরও পড়ুন-  পকেটে টাকা গুঁজে দিয়ে রাজনীতি করি না! নন্দীগ্রামে মমতা

এই পরিপেক্ষিতে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রীয় সরকারকে প্রত্যক্ষভাবে আক্রমণ করে বলেছেন, শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ভাবে মিথ্যাচার করা হচ্ছে বাংলায়। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে মিথ্যে কথা বলছেন এবং কুৎসা রটাচ্ছেন বাংলার। তাঁর স্পষ্ট বক্তব্য, রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষা সম্পর্কে কোনো তথ্য না জেনেই শুধুমাত্র বাংলার অপমান করার জন্য মন্তব্য করা হচ্ছে। প্রসঙ্গত, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারংবার অভিযোগ জানিয়ে আসছে ভারতীয় জনতা পার্টি শিবির। নির্বাচনী আবহে নির্বাচন কমিশনের কাছেও এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থও হয়েছে বিজেপি। ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *