ধুলাগড়ের আগে মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকল ICU সাপোর্টেড অ্যাম্বুলেন্স

ধুলাগড়ের আগে মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকল ICU সাপোর্টেড অ্যাম্বুলেন্স

কলকাতা: নন্দীগ্রামে আক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তাঁকে৷ পথে তাঁর কনভয়ে ঢোকানো হল আইসিইউ সাপোর্ট সহ অ্যাম্বুলেন্স৷ এই অ্যাম্বুলেন্সে বিশেষ ভাবে যাতে চিকিৎসা করা যায়, সেকারণেই এটি কনভয়ে ঢোকানো হল৷ ধুলাগড় টোল প্লাজা থেকে ২ কিলোমিটার দূরে এই অ্যাম্বুলেন্সটি দাঁড় করিয়ে রাখা হয়েছিল৷ 

আরও পড়ুন-  জরুরি তলব অস্থি বিভাগের প্রধানকে, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ ব্যবস্থা করছিল জেলা প্রশাসন৷ সেই মতোই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছিল৷ কিন্তু এটি আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্স৷ ফলে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে এই অ্যাম্বুলেন্সের সাহায্য নেওয়া যেতে পারে৷  প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামে ছিলেন, সেই সময়েই তাঁর কনভয়ে একটি সাধারণ ছিল৷ এটিকে নতুন করে কনভয়ে ঢোকানো হয়েছে আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্স হিসাবে৷ তবে মুখ্যমন্ত্রীকে অ্যাম্বুলেন্স তোলা হয়নি৷ তিনি নিজের গাড়িতেই রয়েছেন৷ আর কিছুক্ষণের মধ্যেই এসএসকে এম হাসপাতালে পৌঁছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়৷ 

জানা গিয়েছে, প্রথমে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে আনা হবে তৃণমূল নেত্রীকে৷   প্রয়োজনে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হবে তাঁকে৷ আপাতত একটি মেডিক্যাল বোর্ড প্রস্তুত করা হচ্ছে৷ ছ’টা বিভাগের বিভাগীয় প্রধানদের প্রস্তুত থাকতে বলা হয়েছে৷ অনেকেই ডিউটি শেষে বাড়ি চলে গিয়েছিলেন৷ কিন্তু তাঁদের ফের হাসপাতালে ফিরতে হচ্ছে৷ পায়ের পাশাপাশি আরও অন্যান্য জায়গাতেও চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী৷ সার্জারি বিভাগকেও প্রস্তুত রাখা হচ্ছে৷ তাঁর পায়ে কতটা চোট লেগেছে সে সম্পর্কে অবশ্য হাসপাতালের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷  

আরও পড়ুন- পরিকল্পিত ঘটনা বলে নিন্দা কুণালের, ‘নাটক করছেন দিদি’, কটাক্ষ অর্জুনের

মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, ৪-৫ জন ভিড়ের মধ্যে থেকে তাঁকে লক্ষ্য করে ধাক্কা মারেন৷ ধাক্কা লেগে পায়ে চোট পান তিনি৷ এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।  বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে মুখ্যমন্ত্রীর চোট নিয়ে খোঁজ খবর নিয়েছেন৷  জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 5 =