‘মুখ্যমন্ত্রীর উপর হামলা পরিকল্পিত, হামলার পূর্বাভাস ছিল’

‘মুখ্যমন্ত্রীর উপর হামলা পরিকল্পিত, হামলার পূর্বাভাস ছিল’

7a83df761e9af193c25a6f72bdaaff90

হলদিয়া: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার ঘটনায় পরিকল্পিত৷ পূর্ব পরিকল্পনা মাফিক হামলার অভিযোগ তুলে তাঁর দল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে৷ পাশাপাশি রাজ্যের আইন শৃংখলা রক্ষায় কমিশনের ভূমিকা নিয়েও দলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে৷

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন এবং চন্দ্রিমা ভট্টাচার্য আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দউতরে গিয়ে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে স্মারকলিপি জমা দেন৷ পরে পার্থবাবু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর উপর এই হামলার পূর্বাভাস ছিল৷ তা সত্ত্বেও গতকাল এই হামলার সময় স্থানীয় পুলিশ প্রশাসনের কেউই উপস্থিত ছিলেন না৷ রাজ্যে ভোট ঘোষণার পরে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যেহেতু নির্বাচন কমিশনের উপরে বর্তেছে তাই এই ঘটনার দায় তারা অস্বীকার করতে পারেন না৷

রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরে সরকারের সঙ্গে আলোচনা না করেই রাজ্য পুলিশের মহানির্দেশককে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় কমিশন উদাসীন ভূমিকা নিচ্ছে৷ মুখ্যমন্ত্রীর মত জেড প্লাস নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তির নিরাপত্তা ও বিঘ্নিত হচ্ছে।বিজেপি নেতা নেত্রীদের বক্তব্য কমিশনের কাজে প্রতিফলিত হচ্ছে।এর ফলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে তার অভিযোগ৷

অন্যদিকে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার প্রাস্তাব বিজেপি প্রতিনিধি দলের৷ ঘটনার সত্য মিথ্যা যাচাইয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের দাবি বিজেপি৷ কীভাবে আহত হলেন মমতা? গোটা ঘটনার ভিডিও জনসমক্ষে আনার দাবি জানিয়েছেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা৷  আজ দুপুরে নির্বাচন কমিশনের যান বিজেপির প্রতিনিধি দল৷ সেখানে ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো সব্যসাচী দত্ত এবং শিশির বাজারিয়া৷ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর কনভয় নিরাপত্তা ও তাঁর চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিজিবি প্রতিনিধি দলের সদ্যরা৷ একই সঙ্গে তোলা হয়েছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি৷ কমিশনে হাজির হয়ে সব্যসাচী দত্তর দাবি, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার করতে করতে যাচ্ছিলেন৷ সেই সময়ে কোনও খাম্বা বা পোস্টের সঙ্গে ধাক্কা লেগেছে মুখ্যমন্ত্রীর গাড়ির খোলা দরজা৷ দরজা খোলা থাকা ধাক্কা লাগার কারণে মুখ্যমন্ত্রীর পায়ে সজোরে আঘাত লাগে৷ আমরা এই বিষয়ে সত্য মিথ্যা জানি না৷’’

তাঁর আরও দাবি, ‘‘আমরা চাই নির্বাচন কমিশন এটা নিজের নিজেদের ভাবমূর্তি স্বচ্ছতার সঙ্গে উজ্জ্বল করার জন্য দ্রুত তদন্ত করুক৷ আমাদের দাবি, গতকালের ঘটনা কীভাবে ঘটেছে, যার কাছে যা ফুটেজ আছে, সমস্তটা যেন জনসমক্ষে প্রকাশ করা হয়৷ আমরা চাইছি, যথাযথ তদন্ত করা হোক৷ সময় অপচয় না করে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করা হোক৷ ওই দিন মুখ্যমন্ত্রী সঙ্গে প্রচুর সংবাদ মাধ্যম ছিল৷ গোটা ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করা হোক৷ নির্বাচন কমিশন রাজ্য পুলিশের দায়িত্ব নেওয়ার পর এ ধরনের অঘটন কেন ঘটে গেল, তার জন্য পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হোক৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *