করোনা টিকা নেওয়ার পর কেমন আছেন পুতিন কন্যা? জানালেন খোদ প্রেসিডেন্ট

করোনা টিকা নেওয়ার পর কেমন আছেন পুতিন কন্যা? জানালেন খোদ প্রেসিডেন্ট

bb5cab5f90b41eb21b850ce54a181e10

 

মস্কো: করোনা অতিমারি মোকাবিলায় ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় সামিল হয়েছে তামাম দুনিয়া৷ তবে সকলকে পিছনে ফেলে প্রথম করোনা টিকা আবিষ্কারের দাবি জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, এদিন পুতিন ঘোষণা করেন, “আজ সকালে পৃথিবীর প্রথম করোনা টিকা রেজিস্টার করল রাশিয়া।” শুধু তাই নয়, এই টিকা প্রয়োগ করা হয়েছে পুতিন-কন্যার শরীরেও৷ 

আরও পড়ুন- BIG BREAKING: বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার, পুতিন-কন্যার দেহে সফল প্রয়োগ

 

রাশিয়ার তৈরি এই টিকাই বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক বলে দাবি করা হচ্ছে৷ এই টিকা সমস্ত মাপকাঠি পার করেছে বলেও দাবি করেছেন পুতিন৷ তাঁর দুই কন্যার মধ্যে এক জনের শরীরে এই টিকা প্রয়োগ করা হয়েছে বলেও জানান রুশ প্রেসিডেন্ট৷ তিনি বলেন, এই টিকা নেওয়ার পর তাঁর মেয়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করেছে৷ সামান্য জ্বর ছাড়া এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি৷ টিকা নেওয়ার পর তাঁর মেয়ে ভালো আছেন বলেও জানান পুতিন৷ 

মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট বলেন, করোনা টিকার ট্রায়ালে অংশ নিয়েছিলেন তাঁর এক কন্যা৷ এই টিকার ২টি ডোজ দেওয়া হয় তাঁকে এবং তিনি ভালো আছেন৷ প্রথম দিন টিকা নেওয়ার পর সামান্য জ্বর এসেছিস তাঁর৷ শরীরের তাপমাত্রা ছিল ১০০৷ তবে পরের দিনই জ্বর কমে যায় তাঁর৷ দ্বিতীয় দিন টিকা নেওয়ার পরও সামান্য জ্বর এসেছিল৷ তবে খুব দ্রুত তা কমেও যায়৷ তবে তাঁর দুই কন্যা মারিয়া এবং ক্যাটেরিনার মধ্যে কে করোনা টিকা নিয়েছেন সে বিষয়টি স্পষ্ট করেননি পুতিন৷ 

আরও পড়ুন- BREAKING: বিশ্বে প্রথম করোনা-টিকা আবিষ্কার রাশিয়ার, এত কম সময়ে কীভাবে সাফল্য?

 

জানা গিয়েছে, আগামী মাস থেকেই বৃহৎ আকারে এই টিকার উৎপাদন শুরু হবে৷ অক্টোবর থেকেই শুরু হবে টিকাকরণ৷ ইতিমধ্যেই ২০টি দেশ কয়েকশো কোটি টিকার বরাত দিয়েছে বলেও জানান তিনি৷ তবে পুতিনের দেশে তৈরি এই টিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা৷ কারণ এখনও চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শেষ হয়নি৷  এর সুরক্ষা ও কার্যকারিতা এখনও চূড়ান্ত ছাড়পত্র মেলেনি। তার আগেই, ঘোষণা করা কতটা যুক্তিসঙ্গত, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। গত ১৭ জুন ৭৬ জন স্বেচ্ছাসেবীদের উপরে পরীক্ষামূলক এই টিকা প্রয়োগ শুরু হয়। এই পরীক্ষার তিনটি পর্যায় রয়েছে, যা এখনও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *