‘লোহার বিমে আঘাত মমতার’, সংবাদমাধ্যম ভুল দাবি করছে! ক্ষুব্ধ পার্থ

‘লোহার বিমে আঘাত মমতার’, সংবাদমাধ্যম ভুল দাবি করছে! ক্ষুব্ধ পার্থ

কলকাতা: গতকাল নন্দীগ্রামে মনোনয়ন পেশ করার পর গুরুতর আহত হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি নিজে অভিযোগ করেছেন যে ষড়যন্ত্র করে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তৃণমূল কংগ্রেস দাবি করেছে, একেবারে পরিকল্পনামাফিক এই ঘটনা ঘটানো হয়েছে। তবে একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে, লোহার বিমে গাড়ির আঘাত লেগে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠক করে এই তথ্য নস্যাৎ করলেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বললেন, ভুল দাবি করা হচ্ছে।

পার্থর কথায়, “কোনও কোনও সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে, লোহার বিমে ধাক্কা লেগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত হয়েছে। দরজা বন্ধ হয়ে গেছে। আমরা ছবি প্রকাশ করব”। পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, কিছু কিছু সংবাদ মাধ্যম সর্বৈব মিথ্যা এবং অপপ্রচার করছে। সম্পূর্ণভাবে মিথ্যাচার করা হচ্ছে। লোহার বিমে আঘাত লেগেছে বলে দাবি করা হচ্ছে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে, তারা আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতকে ছোট করে দেখানোর চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস তার তীব্র নিন্দা করে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস মহাসচিব। এই প্রেক্ষিতে তিনি আরো জানান, সংবাদমাধ্যম চাইলে গাড়ি দেখে নিতে পারে, সেখানে কোনো রকম আঘাতের চিহ্ন নেই বা ড্যামেজ হয়নি। তিনি আরও বলেন, গতকাল নন্দীগ্রামে যে ঘটনা ঘটে গিয়েছে সেই নিয়ে আগামীকাল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। একই সঙ্গে, আগামীকাল বিকেল ৩ টে‌ থেকে ৫ টা পর্যন্ত রাজ্যজুড়ে হবে ঘাসফুল শিবিরের মৌন মিছিল। একই সঙ্গে এই মিছিল থেকে দেখানো হবে কালো পতাকা। তিনি আরো বলেন, মূলত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এই মিছিল সংঘটিত হবে।

আরও পড়ুন-  এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বলছে সিমিলিপালের ফুসফুস! উদ্বিগ্ন প্রশাসন

অন্যদিকে, কার্যত বিস্ফোরক অভিযোগ করে সৌগত রায় বলেন, এর আগে একাধিকবার বিজেপি নেতাদের তরফ থেকে দাবি করা হয়েছিল, ১০ তারিখের পর কি হয় সেটা দেখা যাবে। ঘটনাচক্রে সেই দিনই অর্থাৎ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আহত হয়েছেন! এতেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা এও দাবি করেছে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির একাধিক সাংগঠনিক পেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ছবি শেয়ার করা হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল তিনি মুখ থুবড়ে রাস্তায় পড়ে যাচ্ছেন। অবাক করার মত বিষয়, গতকালের ঘটনার সঙ্গে এর মিল রয়েছে! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 17 =