করোনা ঠেকাতে কতটা গুরুত্বপূর্ণ মাস্ক? জানালেন বিশেষজ্ঞরা

নয়াদল্লি: করোনা পরিস্থিতি দেশে উত্তরোত্তর বাড়ছে। কিন্তু তাও মাস্ক ব্যবহার নিয়ে কোনও সচেতনতা নেই মানুষের মধ্যে। ফেস মাস্ক যাঁরা পরেন তাঁদের শরীরে ভাইরাসের সংক্রমণের পরিমাণ হ্রাস পায়। এর ফলে কোভিড-১৯ এর মারাত্মক সংক্রমণও তৈরি হতে বাধা দিতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

73b694c8d41f8d983e3a8bff9f60f04d

নয়াদল্লি: করোনা পরিস্থিতি দেশে উত্তরোত্তর বাড়ছে। কিন্তু তাও মাস্ক ব্যবহার নিয়ে কোনও সচেতনতা নেই মানুষের মধ্যে। ফেস মাস্ক যাঁরা পরেন তাঁদের শরীরে ভাইরাসের সংক্রমণের পরিমাণ হ্রাস পায়। এর ফলে কোভিড-১৯ এর মারাত্মক সংক্রমণও তৈরি হতে বাধা দিতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

কেউ মাস্ক ব্যবহার করলে যে তা কেবল অন্য লোককেই সুরক্ষা দেয়, তা নয়। তারা নিজেরাও সুরক্ষিত থাকে। তাদের উপসর্গগুলিও অনেক কম থাকে। গত মাসে ইংল্যান্ডে মাস্ক পরা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। উইকএন্ডেও সমস্ত পাবলিক প্লেসে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক হয়ে যায়। সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগের চিকিৎসক মনিকা গান্ধী বলেছেন, মাস্ক পরা লোকেরা কম করোনা ভাইরাসের জীবাণু গ্রহণ করে। যার ফলে তাদের প্রতিরোধ ব্যবস্থাও সহজতর হয়।

আরও পড়ুন: বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেননি সুশান্ত, বিস্ফোরক অভিযোগ তুললেন শিবসেনা নেতা

এখন অবধি, এই তত্ত্বটি কেবল সন্দেহই করা হচ্ছিল। এখন এটি প্রমাণিত। গবেষকরা অনুমান করেছেন যে করোনা ভাইরাস সংক্রমণের প্রায় ৪০ শতাংশ উপসর্গহীন। রোগীর দেহে কোনও লক্ষণ তৈরি হয় না। তবে কিছু লোক যখন মাস্ক পরে, তখন অ্যাসিপটোম্যাটিক মামলার অনুপাত বেড়ে যায়। আগে যেখানে উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা বেশ কম ছিল, সেখানে এখন ৯০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে বলে জানা যায়। তবে এই বছরের গোড়ার দিকে, চিনের গবেষকরা এই তত্ত্বটি পরীক্ষা করতে হ্যামস্টার ব্যবহার করেছিলেন। তারা একটি খাঁচায় করোনা ভাইরাস সংক্রমিত এবং স্বাস্থ্যকর প্রাণী রাখে। যার মধ্যে কয়েকটি সার্জিকাল মাস্ক দিয়ে তাদের মুখ ঢেকে পৃথক করা হয়েছিল। দেখা গিয়েছে মাস্কে যে সব স্বাস্থ্যকর হামস্টারের মুখ ঢাকা ছিল, তারা সংক্রমিত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন যে তাদের গবেষণাগুলি সূচিত করে যে মা্স্ক পরা আগে যতটা গুরুত্বপূর্ণ ছিল, এখনও তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *