ভোটের মুখে খোদ হাইকোর্টের বিচারপতিকে হুমকি ফোন, বাড়ছে উদ্বেগ

গতকাল দিনভর অন্তত ৫০টি হুমকি ফোন এসেছে, লালবাজারের দ্বারস্থ হয়েছেন বিচারপতি

কলকাতা: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। কমিশনের তরফ থেকে ভোটের দিন ঘোষণার পর একে একে প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলি। ভোটের ময়দানে লড়াইয়ের জন্য যে তৈরি সবাই, বাংলার ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তাপ জানান দিচ্ছে সে কথাই। এহেন আবহেই এবার হুমকি ফোনের মুখোমুখি হলেন খোদ হাইকোর্টের বিচারপতি।

হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে এক অচেনা নম্বর থেকে লাগাতার ফোন করে হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ একাধিক বিভ্রান্তিকর ফোনে বিরক্ত হয়ে অবশেষে লালবাজারের দ্বারস্থ হয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন লালবাজার থানার কমিশনার অফ পুলিশকে লিখিত অভিযোগের মাধ্যমে তিনি জানিয়েছেন, গতকাল দিনভর একই নম্বর থেকে অন্তত ৫০টি হুমকি ফোন এসেছে তাঁর কাছে। এমনকি এসেছে টেক্সট মেসেজও।

ঠিক কী লেখা হয়েছে টেক্সটে? গোটা বার্তাটিই অভিযোগপত্রে উদ্ধৃত করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অভিযুক্ত অচেনা ওই ব্যক্তি লিখেছেন, “চায়ের দোকানে ফটো তুলে নিয়েছি..এটা ভাববেন না যে আমি বোকা.. খবরের কাগজে খুব শিগগিরই.. তাড়াতাড়ি টাকা দিয়ে দিন।” বস্তুত, হুমকির ভঙ্গিতে লেখা হলেও ঠিক কী বিষয়ে উচ্চ আদালতের বিচারপতিকে এই ভয় দেখানো হচ্ছে তা পরিষ্কার নয় এখনও। অচেনা নম্বরটিকে আপাতত ব্লক করে রেখেছেন বলেই জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ৷

লালবাজারে চিঠি

লালবাজারে দাখিল করা অভিযোগপত্রে অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ভোটের মুখে এই ধরণের ঘটনায় স্বভাবতই জোর আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতির আঙিনাতেও। রাজ্যের বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত একজন স্বনামধন্য বিচারপতিকে কেন বারবার এভাবে হুমকি দেওয়া হচ্ছে? হাইকোর্টের বিচারপতিরা ভোটের মুখে  আদৌ কতটা সুরক্ষিত? এদিনের ঘটনা তুলে দিয়েছে একাধিক প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 5 =