CBI নয়, মমতার উপর হামলার তদন্ত করুক নির্বাচন কমিশন, দাবি তৃণমূলের

CBI নয়, মমতার উপর হামলার তদন্ত করুক নির্বাচন কমিশন, দাবি তৃণমূলের

কলকাতা:  নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানাল তৃণমূল কংগ্রেস৷ শুক্রবার দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা৷ প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট চলে তাঁদের বৈঠক৷ জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের উচ্চ পর্যায়ে তদন্তের দাবিতে সম্মতি জানিয়েছে কমিশন৷ 

আরও পড়ুন-  নিয়োগের দাবিতে কলকাতাজুড়ে অনশন! পুলিশি ‘জুলুমে’র প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

কিন্তু কী ধরনের তদন্ত চাইছে রাজ্যের শাসক দল? এর জবাবে সৌগতবাবু বলেন, ‘‘আমরা সে বিষয়ে কিছু উল্লেখ করিনি৷ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন৷’’ তবে কি সিবিআই-তদন্ত করা হবে? জবাবে কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘‘নির্বাচনের সময় এর সিবিআই-এর চেয়েও উপরে থাকে নির্বাচন কমিশন৷ তাদের হাতেই সমস্ত ক্ষমতা রয়েছে৷ সে কারণেই আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি৷ আমাদের কাছে কমিশনের উপরে কেউ নয়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কেন হামলা হল, তা তদন্ত করে দেখুক কমিশন৷’’ তাঁর দাবি, ‘‘এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত৷ কয়েক দিন ধরেই পশ্চিমবাংলার বিজেপি সভাপতি বলেছিলেন, হামলা হবে৷ ব্রিগেডে প্রধানমন্ত্রীর মন্তব্যও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ উনি বলেছিলেন, নন্দীগ্রামে গিয়েই উল্টাবে দিদির স্কুটি৷’’ তাঁর কথায়,  মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা গভীর ষড়যন্ত্র৷ নির্বাচন কমিশনকেই এই ষড়যন্ত্রের তদন্ত করতে হবে এবং তা রুখতে হবে৷ তাদের নিরপেক্ষভাবে কাজ করত হবে৷  

এদিন কমিশনের তরফে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার খবর পাওয়া মাত্র পুলিশ অবজার্ভারকে খবর নিতে বলে হয়েছে৷ রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য, কোনও খুন বা কোনও মহিলার শ্লীলতাহানী হলে কমিশনের কিছু করার নেই৷ নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিষয় দেখার ভার কমিশনের৷ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনাটা কি? এর জবাবে নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, এটা নির্বাচন সংক্রান্ত ইস্যু৷ তাঁর বিশেষ নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা করবে কমিশন৷ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- ফের নন্দীগ্রাম, ফের মনোনয়ন, তবে ‘অন্য’ শুভেন্দু…

এদিকে, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে৷ সিবিআই তদন্ত চেয়ে মামলার আবেদনে অনুমতি চেয়েছেন এক সমাজকর্মী৷ দ্রুত মামলর শুনানিতে অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি  টিবিএন রাধাকৃষ্ণণ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা৷ আদালত সূত্রে খবর, সুরজিৎ সাহা নামের এক সমাজকর্মী কলকাতা হাইকোর্টের প্রাধান বিচারপতির কাছে মামলা দায়ের করার অনুমতি চান তিনি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 11 =