শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে CBI নোটিস, ‘আমি সৎ’, দিলেন প্রতিক্রিয়া!

চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে শিক্ষামন্ত্রীকে সিবিআই তলব করেছে বলে জানা গেছে

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এমতাবস্থায় ভরা বসন্তেও রাজনৈতিক উত্তাপের পারদটা রয়েছে উর্দ্ধগামী। বঙ্গ রাজনীতির রঙ্গ মঞ্চে ভোটের আগে এখনও যে বাকি আছে অনেক রঙ্গ, দিন দিন যেন স্পষ্ট হচ্ছে সেই ছবিই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট নিয়ে যখন উত্তাল বাংলার রাজনৈতিক মহল ঠিক সেই সময়েই এবার সিবিআইয়ের কোপে পড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আইকোর চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবরে। দীর্ঘ দিন ধরেই চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের ভার নিয়েছে সিবিআই। বিভিন্ন সময়ে বিভিন্ন হেভিওয়েট রাজনৈতিক নেতা কর্মীকে শমন পাঠাতেও দেখা গেছে সংস্থার তরফে। কিন্তু পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে এভাবে তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রীকে তলব নিয়ে তৈরি হতে পারে বিতর্ক। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এক্ষেত্রে উঠতে পারে রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হওয়ার অভিযোগও।

জানা গেছে, ২০১৪ সাল থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে সিবিআই। রাজ্যের প্রথম শ্রেণীর রাজনৈতিক নেতৃবৃন্দের নাম এতে জড়িয়েছে আগেও। এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘এখনও কোনও খবর পাইনি, পেলে সহযোগিতা করব৷ আমি এমন কিছু করিনি, যাতে সিবিআই ডেকে পাঠাবে৷’’

এখানেই শেষ নয়, শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘‘ব্যক্তিগত ভাবে আমি সৎ ব্যক্তি৷ আমাকে যে যেখানে ডাকবে, আমি চলে যাব৷ ভোটের মুখে আমার নামে কালি দেওয়ার চেষ্টা চলছে।’’ দীর্ঘদিনের তদন্তে ভোটের ঠিক আগের সময়টাকেই কেন তলব করার জন্য বেছে নেওয়া হল? ঘাসফুল শিবিরে উঠেছে প্রশ্ন। এ প্রসঙ্গে অবশ্য সিবিআই আধিকারিকরা সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =