কলকাতা: আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাংলায় শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জানা গিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব মিলিয়ে অন্ততপক্ষে ১২০ টি সভা করার কথা রয়েছে পদ্ম বাহিনীর। সেই প্রেক্ষিতে কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আগামী কয়েকদিনে পরপর কয়েকটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮ মার্চ পুরুলিয়া, ২০ মার্চ কাঁথি এবং ২১ মার্চ বাঁকুড়া করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন জেলায় কমপক্ষে ২০ টি জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে জানা গিয়েছে, আগামী রবিবার ফের একবার রাজ্যসভায় আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সেক্ষেত্রে আগামী কয়েকদিনের মধ্যেই ফের একবার বিজেপির প্রচারের চমক দেখা যাবে বঙ্গে। উল্লেখযোগ্য ব্যাপার, কাঁথি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিতে পারেন শিশির অধিকারী, এমন জল্পনা তুঙ্গে।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য একটি তালিকা তৈরি করেছে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব। বিজেপি যে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য নাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বাংলার বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, সাংসদ দিলীপ ঘোষ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়াও তারকাদের মধ্যে রয়েছেন, নব্য বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, হিরণ চট্টোপাধ্যায় সহ প্রমুখ।
আরও পড়ুন- ‘ম্যারাথন’ বৈঠক! বিজেপির ২৩৪ আসনের প্রার্থী ঘোষণা শীঘ্রই
প্রচুর জনসভা এবং তারকাদের দিয়ে প্রচার, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য এক ইঞ্চি জমিও ছাড়ছে না ভারতীয় জনতা পার্টি শিবির। সম্প্রতি ব্রিগেডের জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জনসভার প্রেক্ষিতে ইতিমধ্যেই বিজেপি দাবি করতে শুরু করে দিয়েছে যে, বাংলায় বিজেপির ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা।