কলকাতা: ভারতীয় জনতা পার্টি শিবিরের নাম লিখিয়েছেন এক সপ্তাহ হয়নি, তার মধ্যেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল বাংলা তথা ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। তবে শুধুমাত্র মিঠুন নয়, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে নিশিকান্ত দুবেকেও। যদিও শোনা যাচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ ভোটের প্রচার চলাকালীনই নিশিকান্তের এই নিরাপত্তা থাকবে। তবে মিঠুন চক্রবর্তীর ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা বজায় থাকবে তার পরেও।
বিজেপি যোগের এক সপ্তাহের মধ্যেই হঠাৎ কেন মিঠুনকে দেওয়া হল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা? সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন গোয়েন্দা সংস্থা গুলি থেকে খবর পেয়েছে যে বাংলায় বিধানসভা নির্বাচনে হিংসা হতে পারে। মিঠুন চক্রবর্তী যেহেতু ভারতীয় জনতা পার্টির হয়ে জায়গায় জায়গায় প্রচার করবেন, সেই কারণে তাঁর নিরাপত্তার’ খেয়াল রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, মিঠুন চক্রবর্তী এবং নিশিকান্ত দুবের সুরক্ষা বলয়ে থাকবেন সিআইএসএফ-এর ১১ জন নিরাপত্তাকর্মী। আপাতত জানা গিয়েছিল, আসন্ন নির্বাচনের প্রার্থী হওয়ার সম্ভাবনা কম রয়েছে মিঠুন চক্রবর্তীর, তিনি শুধু ভোট প্রচারে ব্যস্ত থাকবেন। সেই কারণে আরো বেশি করে তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, চলতি মাসেই ২৭ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে CBI নোটিস, ‘আমি সৎ’, দিলেন প্রতিক্রিয়া!
এদিকে বিজেপিতে মিঠুনের যোগদান নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এইভাবে ভারতীয় জনতা পার্টির শিবিরে নাম লেখাবেন তা হয়তো বোঝেননি কেউ। এই প্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেসের বারাসতের প্রার্থী তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছেন, “কিছু নিশ্চয়ই অসুবিধা রয়েছে, যার জন্য একটা প্রোটেকশন চাই। আগের দিকে একটা অন্যরকম জিনিস ছিল, এখন এত দ্রুত, এই দল থেকে সেই দল…”। চিরঞ্জিত আরো বলেন, “কিছু একটা প্রোটেকশন চাই, বিজেপি অনেক লোককে প্রোটেকশন দিচ্ছে বলে মনে করছেন অনেকে, সিবিআই টিবিআই থেকে ইত্যাদি ইত্যাদি। এটা হয়তো ওর ক্ষেত্রেও প্রযোজ্য।”