‘বিদ্রোহী’ খোদ প্রার্থী, সিঙ্গুরে শুরু বিজেপির গৃহযুদ্ধ! প্রার্থী তালিকায় চূড়ান্ত অস্বস্তি!

‘বিদ্রোহী’ খোদ প্রার্থী, সিঙ্গুরে শুরু বিজেপির গৃহযুদ্ধ! প্রার্থী তালিকায় চূড়ান্ত অস্বস্তি!

7b6c7cd65ec8dac7c8b60a317e4bf97a

 

কলকাতা: নীলবাড়ি দখলের লক্ষ্যে তৃতীয় ও চতুর্থ দফায় প্রার্থী ঘোষণা করল বিজেপি৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনের সাফল্য একুশেও ধরে রাখতে এবার ৪ সাংসদকেও ভোটের ময়দানে নামল গেরুয়া শিবির৷ কিন্তু, প্রার্থী তালিকা প্রকাশ হতে না হতেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন খোদ বিজেপি৷ শুধু কি তাই, তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানো বিদায়ী বিধায়ককে ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক৷ প্রার্থী তালিকা ঘোষণা হতেই ঠিক তৃণমূলের মতো বিজেপির গৃহযুদ্ধে আগুন ছড়াল রাজপথেও৷

তৃণমূলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা হতেই জেলায় জেলায় ছড়িয়েছিল বিদ্রোহের আগুন৷ তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে নাম লেখানোর হিড়িকও তৈরি হয়৷ এবার সেই সুদিন আর সম্ভাবত স্থায়ী হচ্ছে না গেরুয়া শিবিরে৷ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই রীতিমতো দলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে বসলেন খোদ বিজেপি৷ তৃণমূল ছেড়ে আসা প্রার্থীকে ঘিরেও সিঙ্গুরে তৈরি হয়েছে বিতর্ক৷

আজ দুপুরে দিল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি৷ হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থীর হিসাবে রন্তিদেব সেনগুপ্তর নাম ঘোষণা করা হয়৷ বিজেপির প্রার্থী তালিকায় নিজের নাম দেখে তীব্র ক্ষোভ করেন হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়া রন্তিদেব সেনগুপ্ত৷ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এবারের ভোটে লড়তে চান না৷ তাঁর অজান্তেই দল তাঁকে প্রার্থী করেছে৷

প্রার্থী ঘোষণা নিয়ে সংবাদমাধ্যমে রন্তিদেব সেনগুপ্ত জানান, ‘‘আমি টিভিতে দেখলাম আমি প্রার্থী৷ আমাকে আগে কেউ জিজ্ঞাসা করেনি৷ আমি নির্বাচনে লড়তে চাই কি না তা কেউ জানতে  চাইনি৷ আমি প্রার্থী হওয়ার জন্য দলের কাছে কোন আবেদন করেনি৷ আমি দক্ষিণ হাওড়া কেন্দ্র থেকে লড়তে চাই না৷ কোনও কেন্দ্র থেকেও  নির্বাচনে লড়তে চাই না৷ আমি এই সময়টা নির্বাচনের প্রচার কাজে আমি নিজেকে নিয়োজিত করতে চাই৷ প্রচারে থাকতে চাই, প্রতিযোগিতায় নয়৷ এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত৷ আমি কেন্দ্রীয় নেতৃত্বকে বলল, অন্য কোনও ভালো প্রার্থী দিতে৷’’ পরে প্রার্থীর এহেন মন্তব্যের পর যোগাযোগ করেন দলের শীর্ষ নেতৃত্ব৷ দলের শীর্ষ নেতৃত্বের আর্জি মেনে প্রার্থী হওয়ার পক্ষে মত দিয়েছেন রন্তিদেব সেনগুপ্ত৷ মঙ্গলবার থেকেই তিনি প্রচারে নামবেন৷

অন্যদিকে সিঙ্গুরে তৃণমূলত্যাগী মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি৷ বিজেপির এই প্রার্থীকে ঘিরে ইতিমধ্যেই বিদ্রোহের আগুন ছড়িয়েছে বিজেপির অন্দরে৷ কত টাকার বিনিময় রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করা হল,  তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নিচুতালার কর্মীরা৷ রবীন্দ্রনাথকে প্রার্থী করার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপির কর্মীদের একাংশ৷ তৃণমূলত্যাগী এই প্রার্থীকে কোনও ভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপির নেতা-কর্মীদের একাংশ৷

আজ দিল্লি থেকে ঘোষণা করা হয় বিজেপির প্রার্থী তালিকা৷ এবার একুশের লক্ষ্যে আলিপুরদুয়ার কেন্দ্র ভোটে লড়বেন বিজেপির প্রার্থী অশোক লাহিড়ি৷ সিঙ্গুর থেকে বিজেপির প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ চঁচুড়া থেকে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷ ডোমজুড় থেকে বিজেপির প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তারকেশ্বর থেকে বিজেপির প্রার্থী স্বপন দাশগুপ্ত৷ চন্ডীতলা থেকে বিজেপির প্রার্থী যশ দাশগুপ্ত৷ টালিগঞ্জ থেকে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়৷ ডোমজুড় কেন্দ্রে বিজেপির প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ অভিনেত্রী পায়েল সরকার লড়বেন বেহালা পূর্ব কেন্দ্র থেকে৷ লকেট চট্টোপাধ্যায় লড়বেন চুঁচুড়ায়৷ বর্তমান সাংসদ নিশীথ প্রামাণিক লড়বেন দিনহাটা কেন্দ্র থেকে৷ বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত লড়বেন তারকেশ্বর কেন্দ্র থেকে৷ অভিনেত্রী যশ দাশগুপ্ত লড়বেন  চণ্ডীতলা কেন্দ্র থেকে৷ অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী লড়বেন শ্যামপুর কেন্দ্র থেকে৷ প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ি লড়বেন আলিপুরদুয়ার কেন্দ্র থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *