‘TMC নেতা BJP-র প্রার্থী মানছি না’! আরও প্রকট বিজেপির গৃহযুদ্ধ

‘TMC নেতা BJP-র প্রার্থী মানছি না’! আরও প্রকট বিজেপির গৃহযুদ্ধ

ক্যানিং: নীলবাড়ি দখলে বিজেপির পাখির চোখ এখন তৃণমূলত্যাগীদের দিকে৷ লোকসভায় বিরাট সাফল্য মিললেও বিধানসভায় বিজেপির প্রার্থী তালিকা দেখে কার্যত আড়াআড়ি বিভক্ত দলের নীচুতলার কর্মীরা৷ যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মাঠে-ময়দানে নেমে লড়াই চালিয়ে এসেছেন কর্মীরা, সেই তৃণমূলত্যাগীদের প্রার্থী হিসাবে মানতে নাজার কর্মীদের বড় অংশ৷ অবিলম্বে ডায়মন্ড হারবারে প্রার্থী বদলের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু বিজেপি কর্মীদের৷

প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলের অন্দরে তীব্র হচ্ছে বিদ্রোহ৷ সিঙ্গুর থেকে ডায়মন্ড হারবারে, তৃণমূলত্যাগীদের প্রার্থী করাকে কেন্দ করে গৃহযুদ্ধের আগুনে জ্বলতে শুরু করেছে গেরুয়া শিবির৷ ডায়মন্ড হারবারে তৃণমূলত্যাগী দীপক হালদারকে টিকিট দেওয়ায় দলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপির নিচুতলার কর্মীরাই৷ দলীয় কার্যালয়ে ভাঙচুর করেও শুরু হয়েছে বিদ্রোহ৷ আর তাতেই ভোটের মুখে অস্বস্তিতে বিজেপি শিবির৷

রবিবার দুপুরে দিল্লি থেকে দক্ষিণ ২৪ পরগনার জেলার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে দীপক হালদারকে প্রার্থী ঘোষণা করে বিজেপি৷ সম্প্রতি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন৷ তৃণমূলের টিকিটে ২ বারের বিধায়ক৷ ২০১৬-র পর দলের সঙ্গে তার কোনও যোগাযোগ ছিল না৷ পরে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে নাম লেখান৷ রবিরাব ডায়মন্ড হারবার কেন্দ্রে দীপকে প্রার্থী ঘোষণা করার পর থেকে শুরু দলের অন্দরে বিদ্রোহ৷

বিজেপির সাংগঠিক জেলা সহ সভাপতি দেবাংশু পণ্ডা জানিয়েছেন, তৃণমূল থেকে আসা প্রার্থীকে তাঁরা সমর্থন করবেন না৷ অবিলম্বে বদল করতে হবে প্রার্থী৷ মূলত এই দাবি জানিয়ে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা৷ পরে নিজেদের কার্যালয় নিজেরাই ভেঙে বিদ্রোহ প্রকাশ করেন বিজেপি কর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eighteen =