শোভন-বৈশাখীর পদত্যাগে নয়া জল্পনা রাজনৈতিক মহলে, কী বললেন সৌগত-দিলীপ?

শোভন-বৈশাখীর পদত্যাগে নয়া জল্পনা রাজনৈতিক মহলে, কী বললেন সৌগত-দিলীপ?

কলকাতা: ২০১৯ সালের অগাস্ট মাসে দিল্লিতে গিয়ে বিজেপি’তে যোগদান করেছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এর পর সক্রিয় ভাবে রাজনীতিতে দেখা যায়নি তাঁদের৷ একাধিকবার দলের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশও করতে দেখা যায় তাঁদের৷ তবে এবার ভোটের আগে কোমর বেঁধে নেমেছিলেন শোভন-বৈশাখী জুটি৷ দেখা গিয়েছিল একাধিক রোড শোতেও৷ কিন্তু তাল কাটল প্রার্থী তালিকায়৷ টিকিট না পেয়েই ক্ষোভে দল ছাড়লেন শোভন বৈশাখী৷ জানা গিয়েছে, তাঁদের পদত্যাগের প্রসঙ্গে দিলীপ ঘোষের থেকে খবর নিয়েছেন অমিত শাহ৷ তাঁদের পদত্যাগে অস্বস্তিতে দল৷ শোভন-বৈশাখী প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, দলে থাকতে গেলে দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়৷ এদিকে, জোড় জল্পনা টিকিট না পেয়ে তৃণমূলে ফিরতে চলেছেন শোভন-বৈশাখী৷ 

আরও পড়ুন-  ‘TMC নেতা BJP-র প্রার্থী মানছি না’! আরও প্রকট বিজেপির গৃহযুদ্ধ


এদিন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, সকলকেই দলের নিয়ম মেনে চলতে হয়৷ দল যাঁকে যা নির্দেশ দিয়েছে, সেটা মেনে চলতে হয়৷ কেউ দলের শৃঙ্খলার বাইরে নয়৷ তাঁরা ফের দলে আসতে চাইলে দল ভেবে দেখবে৷ তবে শোভন-বৈশাখীর ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা মাথাচাড়া দিয়েছে৷ রাজনীতির কারবারিরা মনে করছেন, ফের স্নেহের কাননে ফিরতে চলেছেন তাঁরা৷ তবে কি ফের শোভনকে কাছে টেনে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ বিষয়ে অবশ্য খুব একটা আশা কথা শোনালেন না সৌগত রায়৷ তৃণমূলের মুখপাত্র বলেন, ‘‘ও যা করেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে আর দলে নেবেন বলে মনে হয় না৷’’

আরও পড়ুন- আজ ঝাড়গ্রাম-বাঁকুড়ায় জোড়া সভা অমিত শাহের, প্রস্তুতি তুঙ্গে

প্রসঙ্গত, রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অদিতি মুন্সির সমর্থনে জনসভা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সৌগতবাবু৷ সেই সময়ই তাঁর কাছে শোভনের দলে ফেরা নিয়ে জানতে চাওয়া হয়৷ তাঁর উত্তর অবশ্য আশাব্যাঞ্জক ছিল না৷ অন্যদিকে, তৃণমূল ছেড়ে বিজেপি’তে যাওয়ার পরেও তাঁরা প্রায় নিষ্ক্রীয় ছিলেন৷ বৈশাখীকে নিয়ে ব্যতিব্যস্ত হতে হয়৷ দলের সঙ্গে তেমন ভাবে যোগাযোগ ছিল না শোভনেরও৷ বিধানসভা ভোটের আগে দলের কলকাতা জোনের আহ্বায়ক পদ পাওয়ার পর কিছুটা সক্রিয় হন তাঁরা৷ কলকাতার পাশাপাশি বেশ কয়েকটা জেলায় প্রচারে দেখা যায় তাঁদের৷ তবে টিকিট না পেয়ে দল ছাড়লেন ক্ষুব্ধ শোভন-বৈশাখী৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =