আমি যদি ভাঙা পায়ে লড়তে পারি, তোমরা অভিমান করে ঘরে থেকো না, লড়াইয়ের ডাক মমতার

আমি যদি ভাঙা পায়ে লড়তে পারি, তোমরা অভিমান করে ঘরে থেকো না, লড়াইয়ের ডাক মমতার

a5003bf85f7af6f80717fbea47b19b0b

ঝালদা:  আগের দিনই তিনি বলেছিলেন, নিহত বাঘের চেয়ে আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর৷ মানুষের কাছে পৌঁছে যাওয়ার সেই জেদ নিয়েই আজ ঝালদায় হুইলচেয়ারে বসেই সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সভার শুরুতেই তিনি বলেন, ১০ তারিখ একটি ঘটনায় সারা শরীরে চোট লাগে৷ সৌভাগ্যবশত বেঁচে গিয়েছে৷ পায়ে প্লাস্টার নিয়ে হাঁটাচলা করতে পারছি না৷ কেউ কেউ হয়তো ভেবেছিল আমি বেরতে পারব না৷ আমার যন্ত্রণার চেয়ে মানুষে যন্ত্রণা আরও বেশি৷ আমি লড়াই করব৷  

আরও পড়ুন-  একজন মহিলার ওপর আঘাত, গোটা দল ধ্বংস হয়ে যাবে! আক্রমণাত্মক অভিষেক

এদিন মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় খাকবে এবং সকলে বিনা পয়সায় রেশন পাবেন৷ শুধু তাই নয়, আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে রেশন৷ স্বাস্থ্যসাথীর মধ্যে দিয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পাবেন৷ খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, সবটাই বিনা পয়সায় দেবে৷ বিনা পয়সায় সাইকেল দেওয়া হয়েছে, ট্যাব দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, এক সময় অযোধ্যায় অনেক সন্ত্রাস হয়েছে৷ এখন অযোধ্যায় আজ অনেক উন্নয়ন হয়েছে৷ তৃণমূল সরকার একদিকে যখন উন্নয়ন করছে, অন্যদিকে, ডিজেল-পেট্রোলের দাম বাড়িয়ে যাচ্ছে বিজেপি সরকার৷ কেরোসিন বন্ধ করে দিয়েছে৷ চাল-গম-আটা নেই৷ বিনা পয়সায় চাল দিচ্ছে রাজ্য৷ কিন্তু সেটা ফোটানোর জন্য কেরোসিন পাচ্ছেন না৷ গ্যাসের জন্য দিতে হচ্ছে ৮০০ টাকা৷ উজালার নামে এমন কেলেঙ্কারি হয়েছে যে তা অন্ধেরা হয়ে গিয়েছে৷ লোকসভা ভোটে পুরুলিয়া থেকে বিজেপি জিতেছিল৷ বলেছিল সকলকে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে৷ সেই টাকা কেউ পায়নি৷ অথচ ভোটের আগে ব্যাঙ্কে টাকা পাঠাচ্ছে৷ কাউকে ৫০০ তো কাউকে ৫০০০৷ কিন্তু টাকা দিয়ে মনুষ্যত্ব বিক্রি করা যায় না৷

আরও পড়ুন- মমতার উপর কোনও হামলা হয়নি, সবটাই দুর্ঘটনা, কিসান রেড্ডির মন্তব্যে শোরগোল

তাঁর হুঙ্কার, এত টাকা কোথায় পেল বিজেপি? ছয় বছর ভারতবর্ষে ক্ষমতায় এসে ব্যাঙ্ক, রেল, এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, বিসিসিএল, ইসিসিএল সব বিক্রি করে দিচ্ছে৷ কয়লা শিল্প বিক্রি করে দেওয়া হচ্ছে৷ নোটবন্দী করে কোটি কোটি টাকা কামিয়েছে বিজেপি৷ আর ভোটের আগে ৫০০ টাকা দিচ্ছে৷ পুরুলিয়ায় তো মিথ্যে কথা বলে জিতেছে৷ এর বিরুদ্ধে গর্জে উঠে বিজেপি’র বিরুদ্ধে ভোট করুন৷ আমরা গরিব হলেও মাথা নত করি না৷ তাঁর তোপ, এখানে বিজেপি’র দালালি করে কংগ্রেস আর সিপিএম৷ বিজেপি হয় সন্ত্রাস, করবে নয় দাঙ্গা করবে৷ তাই বিজেপি থেকে সাবধান৷     

মমতা বলেন, আমি যদি ভাঙা পায়ে লড়ে যেতে পারি, মাথা ফাটিয়ে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, তাও যদি লড়ে যেতে পারি, তোমরা কেন লড়বে না? যারা অভিমান করে ঘরে বসে আছো, বেরিয়ে এসো৷ যুদ্ধের সময় অভিমান করে বসে থাকতে নেই৷ যুদ্ধের সময় লড়াই করতে হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *