মমতার পায়ের এক্সরে রিপোর্ট জনসমক্ষে আনা হোক! ‘আবদার’ অধীরের

মমতার পায়ের এক্সরে রিপোর্ট জনসমক্ষে আনা হোক! ‘আবদার’ অধীরের

কলকাতা: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে ‘হামলার’ ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে ব্যাপক সমালোচনা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি এটিকে পরিষ্কার ভাঁওতাবাজি বলে কটাক্ষ করেছিলেন। দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় করতে পারদর্শী। নন্দীগ্রামে যা ঘটেছে পুরোটাই নাটক। নিজের মত থেকে এখনো পর্যন্ত সরেননি তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের এক্সরে রিপোর্ট জনসমক্ষে আনার দাবি করলেন বর্ষীয়ান এই কংগ্রেস সাংসদ। একইসঙ্গে কটাক্ষ করে বললেন, হুইল চেয়ারে প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছেন।

অধীরের মূল বক্তব্য, নন্দীগ্রামের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে বয়ান দিয়েছেন তা সন্দেহজনক। তিনি প্রথমে বলেছেন খুনের চক্রান্ত করা হয়েছিল, পরে বলেছেন তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে। একদিনের মধ্যে বয়ান পরিবর্তন করেছেন মমতা। তাই অধীর বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নাটক করছেন, কারণ একদিনে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া মানে তা খুবই সামান্য আঘাত। এই পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের এক্সরে রিপোর্ট সাধারণ মানুষের কাছে আনার আবেদন করেছেন তিনি। যদিও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্যের কোন মিল খুজে পাওয়া যাচ্ছে না। কারণ পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং থেকে শুরু করে, শীর্ষ কংগ্রেস নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কথা বলেছেন। এদিকে আবার মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী মন্তব্য করেছেন, নির্বাচনের পর কংগ্রেস দরকার পড়লে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে! সবমিলিয়ে অধীর রঞ্জন চৌধুরীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন-  আত্মহত্যার চেষ্টা! তালিকার বিরোধিতায় বিজেপি দফতর যেন ‘যুদ্ধক্ষেত্র’

যদিও কংগ্রেসের অন্যান্য নেতাদের বক্তব্যকে বেশি গুরুত্ব দিতে চাইছেন না অধীর রঞ্জন চৌধুরী। তিনি মন্তব্য করেছেন, নির্বাচনের পর কী হবে তা এখন থেকে বলা মুশকিল। নির্বাচনের ভবিষ্যত কি সেটা এখন কেউ জানে না। ভোটের পর হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়করা বিজেপিতে নাম লেখাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =