‘পাউচ খেয়ে যা খুশি বলেন শুভেন্দু’ ব্যঙ্গ কল্যাণের, ‘রক্ত পরীক্ষা হোক’, চ্যালেঞ্জ অধিকারীর!

নির্বাচনী আবহে বাকযুদ্ধ দুই প্রাক্তন সতীর্থের

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক বাদানুবাদে ক্রমশ উত্তপ্ত হচ্ছে বাংলার পরিস্থিতি। ভরা বসন্তেও ঘাম ঝরাচ্ছে ভোটের উত্তাপ। এমতাবস্থায় উত্তাপের ধারা বজায় রেখেই আক্রমণ প্রতি-আক্রমণের খেলায় মাতলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

রাত থেকে নেশা করে থাকেন শুভেন্দু অধিকারী, শুধু তাই নয়, ভোটের আগে যে  সমস্ত বড় বড় কথা তিনি বলছেন তা সবই রাতের নেশার ‘আফটার এফেক্ট’, এদিন এমনটাই মন্তব্য করেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এক দলীয় জনসভা থেকে এদিন তিনি বলেছেন , “কাঁথির মেজবাবু এখন রাত্রিবেলা বড় বড় পাউচ খাচ্ছেন। এমন খাচ্ছে যার এফেক্ট সারাদিন ধরে চলছে। তাই যা পারছে বলছে।”

এখানেই শেষ নয়, আগামী নির্বাচনে নন্দীগ্রাম থেকে অন্তত ৫০ হাজারের বেশি ভোটে হারছেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, এদিন এমনটাও দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি গেরুয়া নেতাও। এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, “একটি ল্যাব খোলা হোক যেখানে কল্যাণ বাবু আর আমার রক্ত পরীক্ষা করা হবে।” নেশাগ্রস্ততার অভিযোগ নিয়ে শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সাফ জবাব, “আমি রক্ত দেব, উনিও রক্ত দেবেন। পরীক্ষায় যে পাউচ খায় বলে প্রমাণিত হবে তাঁকে রাজনীতি ছাড়তেই হবে।” দুই যুযুধান নেতার এহেন রাজনৈতিক দ্বন্দ্বে উত্তাপ ছড়িয়েছে ভোট পূর্ববর্তী বাংলায়।

প্রসঙ্গত উল্লেখ্য, মাস কয়েক আগে তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের সৈনিক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের এই নেতাই এবার ভোটে প্রাক্তন দলনেত্রীর প্রতিপক্ষ। দুই শিবিরের ছিল লড়াইয়ে নন্দীগ্রাম একুশের বঙ্গ ভোটের হাইভোল্টেজ কেন্দ্রে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + three =