ওয়াশিংটন: চলতি বছরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সময় যতো এগিয়ে আসছে, ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের মধ্যে বাকবাণ তত বাড়তে শুরু করেছে। এই যুযুধান পরিস্থিতির মধ্যেই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস মনোনীত করা হয়েছে। কমলা হ্যারিস ও জো বাইডেনকে আক্রমণ করতে গিয়ে ট্রাম্প নিজেকে ভারতবন্ধু বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন- স্বাধীনতার ৭৩ বছরের মধ্যে কী ভাবে সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে উঠল পাকিস্তান?
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত হতে পারেন। কিন্তু তাঁর বেশি ভারতীয় সমর্থক রয়েছে। দক্ষিণ এশীয় অশ্বেতাঙ্গ কমলা হ্যারিসের দিকে আমেরিকার একটা সম্প্রদায়ের যে আগ্রহ জন্মাবে, বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে আলাদা অনুভূতি জাগবে, তা নতুন করে বলার প্রয়োজন নেই। অন্যদিকে, অশ্বেতাঙ্গদের পাশাপাশি শ্বেতাঙ্গরা অনেকেই ট্রাম্পের বর্ণবিদ্বেষী, খাম খেয়ালি সিদ্ধান্তরে পছন্দ করেন না। সেক্ষেত্রে জো বাইডেনের সঙ্গে কমলা হ্যারিস থাকলে, বাইডেন যে একটু হলেও এগিয়ে থাকবে, তা বোঝাই যাচ্ছে।
আরও পড়ুন- খাবার কিংবা খাবারের প্যাকেট থেকে করোনা ছড়ায় না, আশ্বস্ত করল হু
তাছাড়া ডেমোক্র্যাটদের মনোনীত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সম্পর্কে এখন কম বেশি সব ভারতীয় জানেন৷ সম্প্রতি চেন্নাইয়ে কমলা হ্যারিসের এক আত্মীয় তাঁর ছোটবেলার ছবি প্রকাশ করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। কমলা হ্যারিসের জীবনে তাঁর দাদু বা মায়ের প্রভাব কম নয়। তাই বাইডেন ও কমলা হ্যারিসকে নিয়ে ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করছে।