ফের একমঞ্চে মমতা-ছত্রধর! ঝাড়গ্রামের জনসভায় ‘উজ্জ্বল’ উপস্থিতি!

ফের একমঞ্চে মমতা-ছত্রধর! ঝাড়গ্রামের জনসভায় ‘উজ্জ্বল’ উপস্থিতি!

8c2995d2d2e3583ef43081bf50cbcf51

ঝাড়গ্রাম: ভাঙা পায়েই চলছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম৷ হুইল চেয়ারে বসেই আজ সভা করলেন ঝাড়গ্রামে৷ আর তাঁর মঞ্চে দেখা গেল ছত্রধর মাহাতোর ‘উজ্জ্বল’ উপস্থিতি৷ 

আরও পড়ুন- ‘শিশিরবাবু থাকবেন মোদীজির সভায়, অপেক্ষা করুন’, স্পষ্ট করলেন শুভেন্দু

এদিন মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল ছত্রধর মাহাতোর প্রতি সমর্থনের সুর৷ তিনি বলেন, ২০০৮ সালে বাম আমলে একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল ছত্রধর মাহাতোকে৷ গত দশ বছর জেলে বন্দি ছিল সে৷ এখানে যখন এক বিধবা মহিলার কান কেটে নেওয়া হয়েছিল, সেই সময় ছত্রধরের সঙ্গে আমি এসেছিলাম৷ তিনি আরও বলেন, জঙ্গলহলে যখন মাওবাদী আন্দোলন চলছিল, রক্ত ঝরছিল, সেই সময়ও মহাশ্বেতা দিদিকে নিয়ে এখানে এসেছিলাম৷ আজ সিপিএমের হার্মাদরাই বিজেপিতে গিয়েছে৷

প্রসঙ্গত, এই ছত্রধর মাতাহোর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে৷ একটি রাজধানী ও একটি সিপিএম-নেতা খুন৷ এই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে ছত্রধর মাহাতোর বিরুদ্ধে যে মামলা ছিল তা প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার৷ এর পর এনআইএ জানায়, তারা ছত্রধরকে নিজেদের হেফাজতে রেখে তদন্ত করতে চায়৷ মামলা যায় ব্যাঙ্কশাল আদালতে৷ ব্যাঙ্কশাল আদালত জানায়, ছত্রধরের জামিন খারিজ করার এক্তিয়ার তাদের নেই৷ এর পর হাইকোর্টে যায় এনআইএ৷ সেখানে এইনআইএ জানায়, দুটি ঘটনায় ছত্রধরকে জেরা করতে চায় তারা৷ সেখানে বলা হয়, ছত্রধরকে জামিন দেওয়ার ক্ষমতা নেই উচ্চআদালত এবং নিম্ন আদালতের৷ এই মামলা নিয়ে দীর্ঘ দিন হাইকোর্টে জলঘোলা হয়৷ হাইকোর্ট মার্চ মাসের গোড়ায় একটি রায়ে জানায়, ২৪ মার্চ পর্যন্ত ছত্রধরের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না৷ ফলে কিছুটা স্বস্তি মেলে তাঁর৷ এরই মধ্যে আদালত জানায়, ছত্রধর মাহাতোর জামিন খারিজ করতে হলে মেদিনীপুর আদালত থেকেই তা করাতে হবে৷ 

আগামী ২৪ তারিখ পর্যন্ত কলকাতার বাইরে এবং পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে যেতে কোনও বাধা রইল না ছত্রধর মাহাতোর। তবে পশ্চিম বাংলার বাইরে যেতে হলে ছত্রধর মাহাতোকে কলকাতার এনআইএ-র বিশেষ আদালতের অনুমতি নিতে হবে৷ এমনটাই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ৷ আগামী ২৪ শে মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 

আরও পড়ুন- একসঙ্গে ২টি কেন্দ্রের ভোটার শুভেন্দু! কমিশনের দ্বারস্থ তৃণমূল

জঙ্গলমহলে নাশকতার অভিযোগে ছত্রধরকে গ্রেফতার করতে চায় এনআইএ। ছত্রধরকে পুনরায় গ্রেফতারের পক্ষে সওয়াল করে অতিরিক্ত সলিসিটর জেনারেল। কিন্তু ছত্রধরের আইনজীবীর  যুক্তি,  জামিনে মুক্ত ছত্রধরকে ফের গ্রেফতার করতে গেলে আগে তার জামিন খারিজ চেয়ে আবেদন করতে হবে এনআইএ কে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *