দলীয় কর্মীকে ‘ঠান্ডা মাথায় খুন’, অনুব্রতর বিরুদ্ধে কমিশনে বিজেপি

দলীয় কর্মীকে ‘ঠান্ডা মাথায় খুন’, অনুব্রতর বিরুদ্ধে কমিশনে বিজেপি

 

কলকাতা:  বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে ‘ঠান্ডা মাথায় খুন’ করার অভিযোগ তুলল বিজেপি নেতৃত্ব৷ বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার নামে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবিরের নেতারা৷ নিহতের পরিবারকে শাসকদলের পক্ষ থেকে হুমকিও দেওয়া হচ্ছে বলেও তোলা হয়েছে অভিযোগ৷ মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে বাপি আঁকুড়ে নামক এক বিজেপি কর্মীর মৃত্যু হয়৷ এরপরই কমিশনে অভিযোগ জানাতে যান বিজেপির নেতারা৷

রাজ্যে গত বেশ কয়েকটি নির্বাচনে কমিশনের ‘নজরে’ ছিলেন অনুব্রত মণ্ডল৷ সম্প্রতি অনুব্রত বলেন, যতই কেন্দ্রীয় বাহিনী আসুক, ব্যাট থাকবে তাঁরই হাতে৷ পিটিয়ে ছাতু করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি৷ এই মন্তব্যের পর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় নির্বাচন কমিশনে৷ ভোটকর্মী ঐক্যমঞ্চের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়ে অনুব্রত মণ্ডলকে গৃহবন্দি করার দাবি জানানো হয়৷ পরে পাল্টা অনুব্রত জানান, ‘আমি চোর না ডাকাত, আমাকে ঘরবন্দি করবে?’’ এবার সরাসরি খুনের মতো গুরুতর অভিযোগ তুলল বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 11 =