কলকাতা: অনেক অপেক্ষার পর আজ অবশেষে নিজের বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয়ে ঘোষণার পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে এদিন বামপন্থীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। স্পষ্টভাবে জানালেন, বামপন্থীরা ক্ষমতায় আসতে পারবে না, তাই তারা যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়! হঠাৎ ইস্তেহার প্রকাশের দিন এমন মন্তব্য কেন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে এখন কাটা ছেঁড়া চলছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে। এদিন কি বললেন মমতা?
ইস্তেহার প্রকাশ করার শুরুতেই সাংবাদিকদের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা বামপন্থী বন্ধুরা আছেন এবং যারা নো ভোট টু বিজেপি বলছেন, তাদের আমি স্বাগত জানাচ্ছি। যারা জানেন যে তারা ক্ষমতায় আসতে পারবেন না, তারা যেন নিজেদের গুরুত্বপূর্ণ ভোট অন্য দলকে দিয়ে নষ্ট না করেন। তারা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিন, এই আবেদন বামপন্থী বন্ধুদের কাছেও করছি”। বার্তা দেওয়ার পাশাপাশি অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন স্পষ্ট করতে চাইলেন, বাম-কংগ্রেস জোট যতই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াক, আদতে ক্ষমতায় আসা তাদের কাছে দিবাস্বপ্ন। যদিও এই মন্তব্য করার পাশাপাশি মমতা এদিন জানিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চায়। বাংলা কখনো ভাগ হয়নি আর হবেও না।
আরও পড়ুন- ‘দাওয়াই ভি অউর কড়াই ভি’, বাড়ন্ত করোনা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর
আসলে লোকসভা ভোটের নিরিখে বিশ্লেষণ করলে বোঝা যাবে বামফ্রন্টের অনেক শতাংশ ভোট গিয়ে পড়েছিল বিজেপিতে। কারণ একদিকে যেমন বিজেপির ভোট শতাংশ ১০ থেকে বেড়ে হয়েছিল প্রায় ৪০, অন্যদিকে বামফ্রন্টের ভোট শতাংশ কমে গিয়ে দাঁড়িয়ে ছিল ৭-এ। তাই একটা বিষয় স্পষ্ট, ২০১৯ সালের পুনরাবৃত্তি যদি আসন্ন বিধানসভা নির্বাচনের ঘটে, তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য তা দুঃখের ব্যাপার। তাই সেই বিষয়টা আন্দাজ করেই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘুঁটি সাজাচ্ছেন, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।