প্রার্থী হলেন জগন্নাথ, পার্নো, কৌশানির বিরুদ্ধে মুকুল! তালিকা ঘোষণা বিজেপির

প্রার্থী হলেন জগন্নাথ, পার্নো, কৌশানির বিরুদ্ধে মুকুল! তালিকা ঘোষণা বিজেপির

c06e0e64b6025428e0967d61798e9d7e

নয়াদিল্লি: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য অবশেষে প্রার্থী হলেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়। কৃষনগর উত্তরে প্রার্থী হলেন তিনি। এছাড়াও প্রার্থী হলেন সাংসদ জগন্নাথ সরকার, অভিনেত্রী পার্নো মিত্র। শান্তিপুরে প্রার্থী হলেন সাংসদ জগন্নাথ সরকার, বরাহনগর থেকে লড়বেন পার্ণো মিত্র, বিধাননগরে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত, রাজারহাট-গোপালপুর থেকে ভোট ময়দানে শমীক ভট্টাচার্য, কালনায় বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু। এছাড়াও কৃষ্ণগঞ্জ থেকে লড়বেন আশীষ কুমার বিশ্বাস, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী,  বসিরহাট উত্তরে নারায়ণ মণ্ডল, পানিহাটিতে সন্ময় বন্দ্যোপাধ্যায়। হাবড়া থেকে লড়বেন বিজেপি নেতা রাহুল সিনহা। ভাটপাড়ায় পবন সিং, বীজপুরে শুভ্রাংশু রায়, নোয়াপাড়া থেকে লড়বেন সুনীল সিং, খড়দহ থেকে প্রার্থী শীলভদ্র দত্ত। আসানসোল দক্ষিণে লড়বেন অগ্নিমিত্রা পল, মমতার বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র, ভবানিপুরে প্রার্থী বিজেপির তারকা রুদ্রনীল ঘোষ। পাণ্ডবেশ্বরে প্রার্থী হচ্ছেন সেই জিতেন্দ্র তিওয়ারি।

 

আংশিক তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ব্যাপক বিক্ষোভ। বহু জায়গার প্রার্থী পছন্দ হয়নি কর্মী এবং সমর্থকদের। এই পরিস্থিতিতে যে কোনোভাবে ড্যামেজ কন্ট্রোল করতে মরিয়া বিজেপি শিবির। তাই জানা গিয়েছিল, এবার মুকুল রায় প্রার্থী হতে পারেন আসন্ন বিধানসভা নির্বাচনে। অবশেষে তাই হল। ইতিমধ্যেই বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামানিক সাংসদ হয়েও প্রার্থী হয়েছেন বিধানসভায়। আজ ঘোষণা হল সাংসদ জগন্নাথ সরকারের নাম। এছাড়াও এবার প্রার্থী হলেন, মানিকতলা থেকে কল্যাণ চৌবে, চৌরঙ্গি থেকে শিখা মিত্র চৌধুরী, জোড়াসাঁকো থেকে মীনাদেবী পুরোহিত, কামারহাটি থেকে রাজু বন্দ্যোপাধ্যায়, দমদম থেকে বিমলশঙ্কর নন্দ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *