‘মোদি-শাহ দুষ্টু বাচ্চা’, তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক যশবন্ত সিংহ

‘মোদি-শাহ দুষ্টু বাচ্চা’, তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক যশবন্ত সিংহ

 

কলকাতা: মোদি-শাহ জুটিকে ‘দুষ্টু বাচ্চা’ বলে কটাক্ষ করলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বর্ষীয়ান নেতা যশবন্ত সিংহ। একসময়ে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রীসভার সদস্য ছিলেন তিনি। এখন অবশ্য পুরনো দলটাই পাল্টে ফেলেছেন। দিনকয়েক আগেই ঘটা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা দেখিয়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন যশবন্ত। অবশ্য ভরসার পাল্টা উপহারও পেয়েছেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার দুদিনের মধ্যেই সম্মানজনক পদ পেয়েছেন। গত সোমবার তাঁকে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। পাশাপাশি, তিনি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যপদও পেয়েছেন।

সেই যশবন্ত সিংহ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মোদি-শাহর তুমুল সমালোচনা করলেন। বৃহস্পতিবার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে মোদি-শাহকে কটাক্ষ করে যশবন্ত লেখেন, ‘‘মোদি-শাহ হলেন সেই দুষ্টু বাচ্চাদের মতো যারা অন্য সব শিশুদের বঞ্চিত করে নিজের জন্যই সব খেলনা‌ চান।’’ ট্যুইটে সরাসরি তাঁর পুরনো দলের বর্তমান দুই সর্বেশ্বরকে ‘দুষ্টু বাচ্চা’ বলে উল্লেখ করেছেন যশবন্ত।

দেশের প্রাক্তন অর্থমন্ত্রী এদিন ট্যুইটারে আরও লিখেছেন, ‘‘মমতা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করতে মোদি-শাহ জুটির কোনও লজ্জা নেই। গোটা পলিটিকাল সায়েন্স তাদের এই শিক্ষাই দিয়েছে।’’ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ‘হামলা’ নিয়েই যশবন্তের এই ট্যুইট বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =