টোকিও: করোনা প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জাপানের অর্থনীতি। খুব দ্রুতগতিতে সংকুচিত হচ্ছে জাপানের অর্থনীতি। অর্থনীতিতে জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। কিন্তু সেই দেশের অবস্থা মোটেই ভালো নয়। এক রিপোর্টে জানা গিয়েছে, জাপানে মোট দেশীয় উৎপাদন ৭.৮ শতাংশ হারে কমছে। যার ফলে আগের বছরের তুলনায় চলতি বছরের এপ্রিল জুন মাসে উৎপাদনের হার ২৭.৮ শতাংশ কম। যা যথেষ্ট চিন্তার কারণ। করোনা আবহাওয়ার আগে থেকে জাপানের অর্থনীতি মন্দার দিকে চলছিল। কিন্তু করোনা আবহে তা যেন অত্যন্ত দ্রুত হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- বিশ্বের দ্বিতীয় করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পথে চিন
করোনা আবহে অর্থনীতির দিক থেকে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলির একটি তালিকা সোমবার প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গিয়েছে, এপ্রিল-জুন মাসে জাপানে যে আর্থিক সঙ্কট দেখা গিয়েছে, তা ১৯৮০ সালের আগে কখনও দেখা দেয়নি। দেশে করোনা আবহে আর্থিক সঙ্কট দেখা দেবে বলে জাপানের অনেক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছিল। কিন্তু এতটা বেশি কোনও বিশেষজ্ঞ কল্পনা করতে পারেনি।
আরও পড়ুন- এবার চিনের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া, ঘুম ছুটেছে বেজিংয়ের
জাপানে অভ্যন্তরীণ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার প্রভাব পড়েছে রপ্তানী বাজারে। তার মধ্যে যোগ হয়েছে বিশ্ব মন্দা। এরফলে জাপান অর্থনীতি মন্দার শেষভাবে দাঁড়িয়ে রয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। পর পর তিনটি ত্রৈমামিকে আর্থিক মন্দা জাপানে ১৯৫৫ সালের পর আর দেখা যায়নি। ১৯৪৫ সালের ৬ ও ৯ অগাস্ট হিরোশিমা-নাগাসাকি পরমাণু হামলার পর ধাপে ধাপে বিশ্বের প্রধান অর্থনীতি হয়ে উঠেছে জাপান৷ ১৯৫৫ সালে চরম আর্থিক মন্দার পর ২০২০ সালে দাঁড়িয়ে চরম মন্দার শিকার জাপান৷