সিংহের খাঁচায় ঢুকে জখম ব্যক্তি! ফের প্রশ্নের মুখে চিড়িয়াখানার নিরাপত্তা

সিংহের খাঁচায় ঢুকে জখম ব্যক্তি! ফের প্রশ্নের মুখে চিড়িয়াখানার নিরাপত্তা

2e8688690aefd040f5d8291c376ff497

কলকাতা: ফের প্রশ্নের মুখে আলিপুর চিড়িয়াখানা নিরাপত্তা ব্যবস্থা৷ নিরাপত্তা বেষ্টনি ভেঙে সিংহের খাঁচায় ঢুকে গুরুতর জখম এক ব্যক্তি৷ জখম অবস্থায় ওই ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ নিরাপত্তা সত্ত্বেও কীভাবে ওই ব্যক্তি সিংহের খাঁচার মধ্যে ঢুকলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ যদিও সিংহের মুখ থেকে ওই ব্যক্তিকে জখম অবস্থায় উদ্ধার করেছেন নিরাপত্তা কর্মীরা৷ নিরাপত্তা বলয় ভেঙে কীভাবে ওই ব্যক্তি খাঁচার মধ্যে ঢুকলেন? ফের প্রশ্নের মুখে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷

জানা গিয়েছে, নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে সিংহের খাঁচা টোপকে ঢুকে যান ওই ব্যক্তি৷ ওই সময় একটি সিংহকে খাঁচার মধ্যে ছেড়ে রাখা ছিল৷ খাঁচার মধ্যে আগন্তুককে পেয়ে হামলা চালায় সিংহ৷ তাতেই গুরুতর জখম হন ওই ব্যক্তি৷খাঁচার মধ্যে এক ব্যক্তিকে সিংহের মুখে দেখতে পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নেন খাঁচার দায়িত্বপ্রাপ্ত কর্মী৷ সিংহকে শান্ত করে আক্রান্ত ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়৷ ওই ব্যক্তির শরীরে একাধিক অংশে জখম রয়েছে৷ পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু, প্রশ্ন উঠছে, নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে কীভাবে ওই ব্যক্তি খাঁচার মধ্যে ঢুকলেন? এমনিতেই চিড়িয়াখানা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগেই বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে৷

কেননা, গত মাসে আলিপুর চিড়িয়াখানা থেকে জাল কেটে বিরল প্রজাতির বিদেশি পাখি চুরি হওয়ার অভিযোগ প্রকাশ্যে আসে৷ ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ে করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চুরি যাওয়া পাখিগুলোর নাম কিল, বিল, টাওসেন। এই পাখিগুলো ভেনেজুয়েলা এবং মেক্সিকোতে পাওয়া যায়। সেই ঘটনার তদন্ত এখনও চলছে৷ পুলিশ সূত্রে খবর, চিড়িয়াখানা বন্ধ হওয়ার সময় দর্শনার্থীদের মধ্যে কেউ কৌশলে ভেতরে থেকে যায়। সেই রাতের অন্ধকারে জাল কেটে পাখিগুলো চুরি করে নেয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষর অভিযোগের ভিত্তিতেবতদন্ত শুরু করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। ওয়াটগঞ্জ থানাকে তদন্তে বিশেষ সহায়তা করছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। খতিয়ে দেখা হচ্ছে চিড়িয়াখানার সমস্ত সিসিটিভি ফুটেজ। পাচার হাওয়ার আগে পেট্রাপোলে ধরা পড়েছে এই পাখি৷ তারপর বনদফরের মাধ্যমে চিড়িয়াখানা রাখা হয়। জানা গিয়েছে, চিড়িয়াখানা সংলগ্ন অরফ্যানগঞ্জ রোডের দিকে একটা মই পাওয়া যায়৷  চোর সেখান থেকেই উঠে চিড়িয়াখানায় ঢুকেছিল বলে অনুমান পুলিশের৷ ওই ঘটনাকে কেন্দ্র করেও তৈরি হয় বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *