শিক্ষক নিয়োগে আর হবে না ‘বেইমানি’! স্বীকারোক্তি মমতার! দিলেন দ্বিগুণ চাকরির আশ্বাস

শিক্ষক নিয়োগে আর হবে না ‘বেইমানি’! স্বীকারোক্তি মমতার! দিলেন দ্বিগুণ চাকরির আশ্বাস

মেদিনীপুর:  রাজ্যে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে৷ অন্যান্য নিয়োগ দুর্নীতি নিয়েও বারবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তবে কি ভোটের মুখে সে কথাই স্বীকার করে নিলেন তিনি? বললেন, শিক্ষক নিয়োগে আর দুর্নীতি হবে না৷

আরও পড়ুন-  ভোটবাক্স পাহারা দিন, এখানে জিতলে দিল্লিতেও পরিবর্তন আনব! আশ্বাস মমতার

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল ফের ক্ষমতায় এলে কয়েক লক্ষ বেকার যুবক-যুবতী কাজের সুযোগ পাবে৷ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শিল্প তৈরি হবে৷ দীঘায় ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে৷ সেখানে কয়েক হাজার ছেলেমেয়ের চাকরি হবে৷ দীঘায় দীঘা গেট করা হয়েছে, ইকো ট্যুরিজম করা হয়েছে৷ সেখানে জগন্নাথ মন্দির করা হবে৷ তিনি বলেন, আগে কোনও রাস্তাঘাট ছিল না৷ আজ এখানে ঝা চকচকে রাস্তা৷ বহু মানুষকে থাকার ঘর দেওয়া হয়েছে৷ পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে৷ আগামী দিন ২৫ লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে৷ 

মমতা বলেন, ‘‘ক্ষমতায় এলে রাজ্যে দ্বিগুণ শিক্ষক নেওয়া হবে৷ অনেকে বদলা নেওয়ার জন্য চাকরি বাকরি নিয়ে অনেক বেইমানি করেছে, আমি সবটাই জানি৷ তবে এবার সরাসরি কাজ হবে৷ কারও মাধ্যমে কোনও চাকরি হবে না৷’’ তাঁর কথায়, যাঁরা গদ্দার, মীরজাফর, তাঁরাই আজ বিজেপি’র প্রার্থী৷ বিজেপি’র পুরনো লোকজন নেই৷ তাঁরা ঘরে বসে কাঁদছে৷ সিপিএমের হার্মাদ আর তৃণমূল কংগ্রেসে থাকা কিছু চোর-চিটিংবাজ বিজেপিতে গিয়ে ছড়ি ঘোরাচ্ছে৷ 

আরও পড়ুন- ভোটের মুখে ভাঁড়ারের খোঁজ, তৃণমূলের সম্পত্তি কত জানেন?

তাঁর হুঙ্কার, বিজেপিকে প্রশ্ন করে দেখুন, ওই দলে মহিলারা, মা-বোনেরা, সুরক্ষিত তো? বিজেপি’র বিরুদ্ধে বহু মা-বোনেদের অভিযোগ রয়েছে৷ হাথরাসের ঘটনা তার বড় প্রমাণ৷ উত্তরপ্রদেশে প্রকাশ্যে মেয়েকে পুড়িয়ে মারা হচ্ছে৷ বিজেপি শুধুই দাঙ্গা আর দুর্নীতি করে৷ তাঁর কথায়, ৫০০ টকা চুরি করলে চোখে দেখা যায় কিন্তু লক্ষ লক্ষ টাকা চুরি করলে চোখে দেখা যায় না৷ সেটা ভ্যানিস হয়ে যায়৷ বিজেপি, রেল, সেল, বিএসএনএল, কোল, ব্যাঙ্ক, ইনস্যুরেন্স বিক্রি করে দিচ্ছে৷ আপানদের ব্যাঙ্কের টাকা সুরক্ষিত থাকব তো? প্রশ্ন তাঁর৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =